Advertisment

'বিরোধীদের শিরায় শিরায় দাঙ্গা রয়েছে', কটাক্ষ যোগীর

আসন্ন উপনির্বাচনেও বিজেপির ইস্যু হিন্দুত্ব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারেই তা স্পষ্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath, যোগী আদিত্য়নাথ

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আসন্ন উপনির্বাচনেও বিজেপির ইস্যু হিন্দুত্ব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারেই তা স্পষ্ট। এদিকে হাথরাসকাণ্ডে তাঁর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচারে অবশ্য উত্তরপ্রদেশের দাঙ্গা লাগানোর চেষ্টা বিরোধীদের উপর চাপালেন যোগী। বললেন, 'বিরোধীদের শিরায় শিরায় দাঙ্গা রয়েছে। কিন্তু, উত্তরপ্রদেশে আরও একবার কায়রানা বা কান্ধলার ঘটনার পুনরাবৃত্তি হবে না। মুজফ্ফরনগরও হতে দেব না।'

Advertisment

বিরোধিরা যে উত্তরপ্রদেশে জাত-বর্ণ-ধর্মের ভিত্তিতে দাঙ্গা বাধাঁনোর চেষ্টা করছে- হাথরাস নিয়ে প্রবল সমালোচনার মাঝেই সেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার বুলন্দশহরে প্রচারে গিয়ে যোগী বলেন, 'এত বছর ধরে বিরোধিরা উত্তরপ্রদেশে শাসন করেছে, কিন্তু রাজ্যটাকে কোথায় নিয়ে গেল? কায়রানা, কান্ধলা থেকে বহু মানুষকে ঘর ছাড়তে বাধ্য হতে হয়েছে। মুজফ্ফরনদগরে দাঙ্গা হয়েছে। দাঙ্গা ওদের শিরায় শিরায়।'

যোগীর দাবি, একদল রাজনৈতিক শক্তি কায়রানা-কান্ধলা, মুজফ্ফরনগরের মত উস্কানি দিয়ে ফের উত্তরপ্রদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করে চলেছে। কিন্তু কোনও মতেই প্রসাসন তা বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী কথায়, 'এরা কারা- যারা ধর্ম-জাতি-বর্ণের ভিত্তিতে ভেদাভেদের সৃষ্টি করছে? এরাই মুজফ্ফরনগরে দাঙ্গা করিয়েছিল। এদের জন্যই কায়রানা-কান্ধলার ঘটনা ঘটেছিল। এখনও একই চেষ্টা করা হচ্ছে।' উস্কানিদাতাদের থেকে মানুষকে সতর্ক হওয়ার ও সম্ভব হলে তাদের চিনিয়ে দেওয়ার নির্দেশ দেন যোগী।

প্রসঙ্গত, পশ্চিম উত্তরপ্রদেশের কায়রানা ও কান্ধলা থেকে হিন্দুদের চলে যেতে হয়। যার বিরুদ্ধে সোচ্চার বিজেপি। তৎকালীন রাজ্য সরাকরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগী।

Read in English

ন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

yogi adityanath uttar pradesh bjp
Advertisment