আগামী মাসে ভোট। দেশের সর্ববৃহৎ রাজ্যের মসনদে টিঁকে থাকতে কোমর বাঁধছে বিজেপি। ঠিক তখনই ধাক্কা। বিজেপি ছাড়লেন যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্য স্বামী প্রসাদ মৌর্য। পদ্ম ছেড়ে আপাতত সাইকেলের সওয়ারি তিনি। যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। সূত্রের খবর, মৌর্যের মতোই বেশ কয়েকজন বিদায়ী বিধায়কও বিজেপি ছাড়তে চলেছেন।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন স্বামী প্রসাদ মৌর্য। দলিত, অনগ্রসশ্রেণি, কৃষক, ছোট ব্যবসায়ী ও বেকারদের প্রতি যোগী সরকারের উদাসীনতার কারণেই তিনি গেরুয়া দল ছাড়লেন বলে দাবি করেছেন মৌর্য। বিজেপি ছেড়েই আজ সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেন পাদ্রাউনা কেন্দ্রের বিধায়ক। তারপরই একদা প্রতিপক্ষ দলে যোগ দেওয়ার কতা জানান।
বিজেপি ত্যাগী স্বামী প্রসাদ মৌর্যকে সমাজবাদী দলে স্বাগত জানিয়েছেন অখিলেশ যাদব। টুইটে 'বাবুয়া' লিখেছেন, 'সামাজিক ন্যায়বিচার ও সমতার জন্য লড়াই চালিয়ে যাওয়া জনপ্রিয় নেতা শ্রী স্বামী প্রসাদ মৌর্যজি ও তাঁর সঙ্গে এসপিতে আসা একাধিক নেতা,কর্মীকে স্বাগত ও শুভেচ্ছা। এসপিতে সামাজিক ন্যায়বিচারের বিপ্লব হবে।'
উল্লেখ্য, ২০১৬ সালে বহুজন সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য।
একাধিকবারের বিধায়ক মৌর্য উত্তরপ্রদেশের শক্তিশালী অনগ্রসর সম্প্রদায়ের নেতা। তাঁর কন্যা সঙ্ঘমিত্রাও গতভোটে বিজেপির হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও হিন্দি বলয়ের ভরকেন্দ্র রাজ্য উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা ভোট হবে। প্রথম দফার ভোট আগামী ১০ ফেব্রুয়ারি। ফলাফল ঘোষণা ১০ মার্চ। উত্তরপ্রদেশের ভোটকে ২০২৪-এর সেমিফাইনাল বলে গণ্য করা হয়। তার আগেই যোগীমন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী দল ছাড়া কিছুটা হলেও গেরুয়া শিবিরের কাছে ধাক্কা বলে মনে করা হচ্ছে।
Read in English