রাম মন্দির ইস্যুতে দ্রুত রায় দিক সুপ্রিমকোর্ট, দাবি বিজেপি মন্ত্রীর

"কোনো মামলা আদালতে বিচারাধীন থাকলে তা নিয়ে মন্তব্য করা অনুচিত জেনেও বলছি, এর আগে মাননীয় শীর্ষ আদালত ঘটনার গুরুত্ব বুঝে রাতের বেলাতেও শুনানি করেছে, তাহলে এ ক্ষেত্রে দ্রুত শুনানি সম্ভব নয় কেন"?

"কোনো মামলা আদালতে বিচারাধীন থাকলে তা নিয়ে মন্তব্য করা অনুচিত জেনেও বলছি, এর আগে মাননীয় শীর্ষ আদালত ঘটনার গুরুত্ব বুঝে রাতের বেলাতেও শুনানি করেছে, তাহলে এ ক্ষেত্রে দ্রুত শুনানি সম্ভব নয় কেন"?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুরুত্ব বুঝে রাম মন্দির ইস্যুতে শুনানি শুরু করুক শীর্ষ আদালত, দাবি করলেন উত্তর প্রদেশের বিজেপি নেতা এবং মৎস্য মন্ত্রী  এসপি সিং বাঘেল। শুক্রবার বাঘেল কলকাতা এসেছিলেন মহাকুম্ভ মেলার প্রচারে। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

Advertisment

শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে রাম মন্দির নিয়ে আবেদনের শুনানির দিন ঠিক করা হবে আগামী ১০ জানুয়ারি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, রাম মন্দিরের মতো বিষয়টির সঙ্গে ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে থাকায় জরুরি ভিত্তিতে এর শুনানি হওয়া দরকার। মন্ত্রী বাঘেল বলেন, "কোনো মামলা আদালতে বিচারাধীন থাকলে তা নিয়ে মন্তব্য করা অনুচিত জেনেও বলছি, এর আগে মাননীয় শীর্ষ আদালত ঘটনার গুরুত্ব বুঝে রাতের বেলাতেও শুনানি করেছে, তাহলে এ ক্ষেত্রে দ্রুত শুনানি সম্ভব নয় কেন"?

আরও পড়ুন, “২০০০ টাকার নোট ছাপানোর ব্যাপারে কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি”

কলকাতায় কুম্ভ মেলার প্রচারে এসে উত্তর প্রদেশের মন্ত্রী বললেন, "আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, ওই জমিতে রাম মন্দিরই হওয়া উচিত। কলকাতায় রবীন্দ্রনাথ, বিধানচন্দ্র রায়, আরও কত মনিষীদের মূর্তি রয়েছে, রাম তো ভগবান এবং রামের জন্মভূমি অযোধ্যা, অর্থাৎ রামজন্মভূমিতে রাম মন্দির তৈরি হওয়াই স্বাভাবিক।

Advertisment

বহুদিন ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন উত্তর প্রদেশের মন্ত্রী। কুম্ভ মেলায় মমতাকে আমন্ত্রণ জানাতে চান। বেশ কিছুদিন ধরে চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি, জানিয়েছেন বাঘেল।

Read the full story in English

Ram Temple