scorecardresearch

উত্তরপ্রদেশ পুর নির্বাচনে গেরুয়া ঝড়ের দাপট, কোনঠাসা অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি

১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ফলাফল আজই

news, BJP, SP, BSP, Congress, UP Civic Body polls, UP Civic Body polls result 2023, UP Civic election result 2023, UP Urban Local Body polls

২২৪ বিধান সভা আসনের কর্ণাটক বিধানসভায় ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুসারে বিজেপিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে কংগ্রেস। ম্যাজিক ফিগার ১১৩৷ ইতিমধ্যে কংগ্রেস অর্ধেকের বেশি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। ২০১৮ সালের নির্বাচনে একক বৃহত্তম দল ছিল বিজেপি৷ যদিও সরকার গড়েছিল কংগ্রেস-জেডিএস জোট৷ পরে সেই জোটে ফাটল ধরিয়ে ক্ষমতা দখল করে নেয় গেরুয়া শিবির৷

এদিকে উত্তরপ্রদেশেও চলছে আজ হাই ভোল্টেজ ভোট গণনা, ১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এক্সিট পোল সমীক্ষা জানিয়েছে ১৭টি পুরসভার মধ্যে ১০টিতেই বিজেপি জয়ী হবে। পাঁচটি আসনে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হবে। অখিলেশ যাদবের এসপি এবং মায়াবতীর বিএসপি একটি করে পুরসভায় জয়ী হবে।

এর আগে গত ২০১৭ সালের পুর নির্বাচনের সময় ১৬টি শহরে ভোট হয়েছিল। সেই সময় বিজেপি ১৪টি শহরে মেয়রপদে জিতেছিল। বাকি বিএসপি জিতেছিল দু’টি শহরে। পাশাপাশি আজ রামপুরের ‘সুয়ার’ বিধানসভা কেন্দ্র এবং মিরজাপুরের ‘ছানবে’ বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আজ। প্রাথমিক যা ট্রেণ্ড তাতে দেখা যাচ্ছে লখনউ, বারাণসী সহ উত্তরপ্রদেশের ১৩টি পুরসভার মেয়র পদের নির্বাচনে এগিয়ে গিয়েছে বিজেপি। বিএসপি এবং সমাজবাদী পার্টি একটি করে পুরসভার মেয়র পদে এগিয়ে রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক সকাল ১০ টা পর্যন্ত আপডেটঃ-

সকাল ১০টা পর্যন্ত যা প্রবণতা তাতে দেখা গেছে ১৫টি পুরসভার বিজেপি, ২টিতে বিএসপি। ৯৯টি পুর পরিষদে বিজেপি এগিয়ে, ৪৩টিতে SP+, কংগ্রেস ৫টিতে, BSP ১৭টিতে এবং অন্যরা ৩৪টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে ৭৫টি নগর পঞ্চায়েতে বিজেপি এগিয়ে, ৩৯টিতে SP+, কংগ্রেস ১টিতে, BSP ১০টিতে এবং অন্যরা ৫১টিতে এগিয়ে রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Up nikay chunav results 2023 live updates trends show bjp ahead in 15 corporations 75 nagar panchayats