Advertisment

ঢালাও প্রতিশ্রুতি কংগ্রেসের, উত্তরপ্রদেশে ছাত্রীদের স্কুটি-স্মার্টফোন-কৃষক ঋণ মুকুবর ঘোষণা

হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ রাজ্য দখলে কংগ্রেসের নজরে মহিলা ভোট।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Gandhi names mother of Unnao rape victim as Congress candidate in UP polls 2022

প্রিয়াঙ্কা গান্ধি ফাইল চিত্র

উত্তরপ্রদেশ দখলে মহিলা ভোটকে আগেই নিশানা করেছে হাত শিবির। প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে এবার ভোটে প্রার্থীদের ৪৯০ শতাংশই হবেন মহিলা। তার দিন কয়েক যেতে না যেতেই ফের ঢালাও প্রতিশ্রুতির ঘোষণা দেশের শতাব্দীপ্রাচীন দলটির। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে দ্বাদশ উত্তীর্ণ সব ছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। আর স্নাতকস্তরের ছাত্রীরা পাবেন ইলেকট্রিক স্কুটার। হিন্দিতে টুইট করে এই অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Advertisment

টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমি কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, পড়াশোনা এবং নিরাপত্তার কারণে স্মার্টফোনের খুব দরকার। আমি খুব খুশি, ইস্তাহার কমিটির অনুমোদন নিয়ে রাজ্য (উত্তরপ্রদেশ) কংগ্রেস ছাত্রীদের স্মার্টফোন ও স্কুটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এখানেই শেষ নয়, প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কৃষকদের ঋণ মুকুব, ধান ও গমে (প্রতি কুইন্টালে) ২৫০০ হাজার করে সহায়ক মূল্য প্রদান, ২০ লক্ষ সরকারি চাকরি, ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এককালীন ২৫ হাজার টাকা করে অর্থ সাহায্য।

২০২২-এর ভোটে কংগ্রেস ক্ষমতায় এলে উত্তরপ্রদেশে বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে বলেও ঘোষণা করা হয়েছে।

ভোটের আগে মানুষের মন জয়ে আপাতত কংগ্রেসের তরফে সব ঘোষণাই করছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাহলে কী এবার ভোট বিজেপির বিরুদ্ধে মুখ তিনিই? লড়াইয়ে নামলে কোথা আমেঠী নাকি রায়বেরেলি- কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি? জবাবে সনিয়া তনয়া বলেন, 'একদিন তো লড়তেই হবে, তবে এখনও এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কী হবে তা ভবিষ্যৎ বলবে।'

ভিন্ন ধারার রাজনীতির সূচনা করে মানুষের নজর কাড়তে চাইছে কংগ্রেস। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, 'নতুন ধরনের রাজনীতির জন্যই আমার লড়াই। যারা আওয়াজ তুলতে পারে না… কংগ্রেস তাদের জন্য কথা বলবে যাতে পরিবর্তন ঘটে।রাজনীতিকে মানুষের প্রকৃত সেবায় পরিণত করতে হবে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS uttar pradesh Priyanka Gandhi Uttar Pradesh Election
Advertisment