উত্তর প্রদেশে ভোটের ফল ঘোষণার একদিন আগে কার্যত বোমা ফাটালেন অখিলেশ যাদব। বিজেপির বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিজেপি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদের একাংশ ভোটে কারচুপি করছে বলে তোপ দেগেছেন সপা নেতা। ভোটের কাজে নিযুক্ত সরকারি আধিকারিক ও বিজেপি নেতাদের যোগসাজশেই উত্তর প্রদেশে ইভিএম চুরি হয়েছে বলে অভিযোগ অখিলেশ যাদবের। এমনকী খোদ প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা বারাণসীতেই ইভিএম বোঝাই একটি ট্রাক ধরা পড়েছে বলে দাবি মুলায়ম-পুত্রের।
বৃহস্পতিবারই গো বলয়ের সবচেয়ে বড় রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা। তার আগে মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এছাড়াও একাধিক সংবাদমাধ্যমে দেখানো উত্তর প্রদেশের নির্বাচনের এক্সিট পোল নিয়েও এদিন সরব সপা নেতা। তাঁর কথায় পোলস্টাররা এমন একটি ধারণা তৈরি করছে যে বিজেপিই যেন উত্তর প্রদেশে জয়ী হবে।''
উত্তর প্রদেশে এবার সাত পর্বে বিধানসভা নির্বাচন হয়েছে। সোমবারই সপ্তম তথা শেষ দফার নির্বাচন মিটেছে। চূড়ান্ত পর্বের এই ভোটগ্রহণের পরেই সোমবার সন্ধে থেকে একাধিক টিভি চ্যানেল বুথ-ফেরত সমীক্ষা দেখাতে শুরু করেছে। উত্তর প্রদেশে এবারও বিজেপি সরকার ফিরছে বলে সমীক্ষায় ইঙ্গিত দেয় বেশ কিছু সংবাদমাধ্যম।
আরও পড়ুন- ‘হিজাবের বিরোধিতা করলে কেটে টুকরো টুকরো করা হবে’, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে
ভোটের ফল গণনার একদিন আগে মঙ্গলবার অখিলেশ যাদব বলেন, ''লখনউয়ের সরকারি কর্তারা শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকরা জেলাগুলিতে তাঁদের অধীনস্থদের নির্দেশ দিচ্ছেন। ভোট গণনা ধীরগতিতে করতে নির্দেশ দিচ্ছেন তাঁরা। যেখানে বিজেপির জয়ের সম্ভাবনা কম সেখানে ভোটর ফল গণনার প্রক্রিয়াটিকেও গভীর রাত পর্যন্ত নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।''
অখিলেশ যাদব এদিন আরও জানান, উত্তর প্রদেশের ৪৭ আসনে গতবার বিজেপি ৫ হাজারের কম ভোটের ব্যবধানে জয় পেয়েছিল। তাঁর অভিযোগ, সেই আসনগুলিতেই এবার ভোটের ফল গণনায় কারচুপির চেষ্টা করছে বিজেপি। উল্লেখ্য, উত্তর প্রদেশের বিধানসভা ভোট এবার সাত পর্বে হয়েছে। আগামী ১০ মার্চ বৃহস্পতিবার উত্তর প্রদেশে ভোটের ফল গণনা হবে।
Read story in English