Advertisment

Kharge on Hathras Stampede: 'ভন্ড বাবা'দের রুখতে নজরদারি নেই সরকারের, হাথরস কাণ্ডে মোদীকে তোপ

এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার খোঁজখবর নিচ্ছেন তিনি। হাথরস নিয়ে সংসদে অমিত শাহের বিবৃতির দাবি জানিয়েছে বিরোধী দলের নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
"hathras news,UP News,yogi adityanath,Hathras Stampede, Hathras Stampede Live, Hathras Stampede Video, Hathras Stampede News, Hathras Satsang Stampede Live, Hathras Satsang Stampede, Satsang Closing ceremony,পদপিষ্ট হয়ে মহিলা-শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন।

পদপিষ্ট হয়ে মহিলা-শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন।

Kharge on Hathras Stampede: মঙ্গলবার হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মহিলা-শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে দেড়শো’র বেশি মানুষ। ঘটনার জেরে তড়িঘড়ি অ্যাকশনে যোগী প্রশাসন। প্রধান স্বেচ্ছাসেবক দেবপ্রকাশ মধুকর এবং অন্যান্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisment

এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার খোঁজখবর নিচ্ছেন তিনি। হাথরস নিয়ে সংসদে অমিত শাহের বিবৃতির দাবি জানিয়েছে বিরোধী দলের নেতারা। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং সংসদে ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিও জানিয়েছে। এদিকে ঘটনার এফআইআর-এ 'ভোলে বাবা'-র নাম না থাকলেও মৃতের পরিবারের সদস্যরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : < Parliament Session Updates: চোপড়ার ঘটনায় নীরব বিরোধীরা, সংসদে গর্জে উঠলেন মোদী >

এই ধরণের কর্মসূচিতে মানুষের নিরাপত্তার জন্য কোনো আইন নেই সংসদে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার বিরোধীদল নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন "হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই ধরণের অনুষ্ঠানগুলিতে মানুষের সুরক্ষার জন্য কোনও আইন নেই। তাই এ ধরনের কর্মসূচিতে জনগণকে সুরক্ষা প্রদান করতে প্রয়োজনে সরকারকে আইন আনতে হবে। তিনি বলেন যেখানে এই ধরণের অনুষ্ঠান হচ্ছে,সেই জায়গাটা কত বড়, সেখান থেকে হাসপাতাল কত দূরে এই বিষয়গুলি সরকারের দেখা দরকার। কর্ণাটক এবং মহারাষ্ট্রের মতো 'অন্ধ বিশ্বাসের' বিরুদ্ধে আইন আনাটা জরুরি। যাতে অর্থের জন্য লোকেদের লুট করে এমন ভণ্ডদের বাড়বাড়ন্ত বন্ধ করা যায়"।

Hathras Case Mallikarjun Kharge
Advertisment