/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-113.jpg)
অনাস্থা প্রস্তাব প্রধানমন্ত্রী মোদীকে সংসদে আসতে বাধ্য করেছে: অধীর রঞ্জন চৌধুরী
বৃহস্পতিবার (১০ আগস্ট) লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪টে নাগাদ সংসদে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে, অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন, মণিপুর নিয়ে ক্ষমতাসীন দল এবং বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
বুধবার (৯ আগস্ট) কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। মোদী পদবী মানহানি মামলায় স্বস্তি পাওয়ার পর সাংসদ পদ ফিরে পেয়ে এটিই ছিল সংসদে রাহুল গান্ধীর প্রথম ভাষণ। ভাষণে চাঁচাছোলা ভাষায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করেন। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর না যাওয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন যে প্রধানমন্ত্রী মণিপুর যাননি কারণ তিনি এটিকে ভারতের অংশ বলে মনে করেন না। মণিপুরকে ভাগ করেছে বিজেপি এমনও অভিযোগ করেন তিনি।
রাহুল গান্ধী সংসদে প্রধানমন্ত্রী মোদী ও আদানির ছবি দেখিয়ে রাবণের সঙ্গে তুলনা করেন বলেন, রাবণ শুধু দু’জনের কথা শুনতেন- মেঘনাদ ও কুম্ভকর্ণ। একইভাবে প্রধানমন্ত্রী মোদীও শুধু অমিত শাহ ও আদানির কথাই শোনেন।
মোদীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, "আপনি মণিপুরের মানুষকে খুন করে ভারতমাতাকে হত্যা করেছেন, আপনি দেশদ্রোহী, দেশপ্রেমিক নও। আমার মা এখানে বসে আছে। আপনি মণিপুরের অন্য আরেক মা’কে হত্যা করেছেন। হনুমান লঙ্কাকে হত্যা করেনি।" রাবণের অহংকারে লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাম রাবণকে হত্যা করেনি কিন্তু রাবণের অহংকারই তাকে হত্যা করেছে। সারা দেশকে জ্বালিয়ে দিতে আপনি আজ ব্যস্ত। আপনি ভারত মাতাকে হত্যা করেছেন।"
রাহুল গান্ধীর বক্তৃতা শেষ হওয়ার পর বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলকে কটাক্ষ করেন। ইরানি বলেছিলেন, ‘রাহুল গান্ধী যখন ভারত মাতা হত্যার কথা বললেন, তখন বিরোধীরা হাততালি দিচ্ছিলেন। শুধু তাই নয়, তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে হাউসে টাইম ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ করেন। স্পিকারের কাছে 'ফ্লাইং কিস' নিয়ে অভিযোগ করেছেন বিজেপির মহিলা সাংসদরা।
এর আগে মঙ্গলবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন। গগৈ ভাষণে বলেছিলেন যে এই অনাস্থা প্রস্তাব সংখ্যা নিয়ে নয়। এটি মণিপুরের ন্যায়বিচারের জন্য। আমরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীর নীরবতা ভাঙতে চাই।
পুলিশ সুরক্ষায় রাজস্থানে নিষিদ্ধ PFI মিছিল: রাজ্যবর্ধন রাঠোর
বিজেপি নেতা রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) নামে নিষিদ্ধ সংগঠনটি কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের কিছু অংশে পুলিশ সুরক্ষা নিয়ে মিছিল বের করে।
'সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত'
বৃহস্পতিবার বিজেপি নেতা রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী চিনের কমিউনিস্ট পার্টির সদস্যদের সঙ্গে দেখা করতে বেইজিং গিয়েছিলেন। এই কথা উল্লেখ করে তিনি বলেন, দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিৎ
বিরোধীদেরওপরআক্রমণজ্যোতিরাদিত্যসিন্ধিয়ার
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ‘তারা (বিরোধীরা) কথা বলতে প্রস্তুত, কিন্তু শুনতে প্রস্তুত নয়। তারা দেশের বা সংসদে মানুষের কথা শুনতে চায় না। প্রধানমন্ত্রী সংসদের বাইরে মণিপুর নিয়ে একটি সংবেদনশীল বিবৃতি দিয়েছেন। কিন্তু তারা (বিরোধীরা) সংসদের ভিতর মোদীর বিবৃতির দাবিতে অনড়।মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের নিন্দা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, "গতকাল রাহুল গান্ধী বলেছিলেন যে প্রধানমন্ত্রীর জন্য মণিপুর ভারতের অংশ নয়। আমি আপনাকে বলতে চাই যে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছেন... ভারতকে ‘বিভক্ত’ দেখার আদর্শ আপনার, আমাদের নয়।"জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মন্তব্যের জন্য বিরোধীদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীমোদীকেনিয়েঅধীররঞ্জনচৌধুরীরবক্তব্য,লোকসভায়তুমুলহট্টগোল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় উপস্থিত হয়েছেন। বিকাল ৪টেয় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জবাব দেবেন প্রধানমন্ত্রী।
সংসদে মোদী, মণিপুর হিংসাকে গৃহযুদ্ধ বলে উল্লেখ অধীরের
বিরোধীদের স্লোগানের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় আসার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী মণিপুরের হিংসাকে গৃহযুদ্ধ বলে অভিহিত করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদী ফ্রান্স সফরে গিয়েছেন, কিন্তু মণিপুরে জাতিগত সংঘর্ষের বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য সময় বের করতে পারেননি,"
অনাস্থাপ্রস্তাবপ্রধানমন্ত্রীমোদীকেসংসদেআসতেবাধ্যকরেছে: অধীররঞ্জনচৌধুরী
আজ সংসদে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার আগে, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “অনাস্থা প্রস্তাবের শক্তি আজ প্রধানমন্ত্রীকে সংসদে নিয়ে এসেছে। আমরা কেউই এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভাবিনি। আমরা কেবল দাবি করছিলাম যে প্রধানমন্ত্রী মোদী সংসদে এসে মণিপুর ইস্যুতে বিবৃতি দিন। আমরা বিজেপির কোন সাংসদকে সংসদে আসার দাবি জানায়নি, আমরা শুধু আমাদের প্রধানমন্ত্রীকে আসার দাবি জানিয়েছিলাম”
'ইউপিএ-র দুর্নীতি এক দশক নষ্ট করেছে'
লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এদিন বলেন, ইউপিএ পুরো এক দশক নষ্ট করেছে। ইউপিএ মানেই প্রচুর দুর্নীতি, স্বজনপোষণ’। এর পাশাপাশি মোদী সরকারের ভূমিকাকে তুলে ধরে সীতারমণ বলেন, “আজ প্রতিটি সংকট ও প্রতিকূলতা উন্নতি ও সুযোগে রূপান্তরিত হয়েছে। ব্যাংকিং খাতকে ঢেলে সাজানো হয়েছে। ব্যাংকগুলি আক রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করছে। পেশাগত সততার সঙ্গে কাজ করে চলেছে ব্যাঙ্কিং শিল্প”।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, 'বনেগা, মিলেগা'-এর মতো শব্দ আজ আর ব্যবহার করা হয় না। মানুষ আজকাল হয়ে গেছে, এসেছে, এই ধরণের শব্দ ব্যবহার করতে অভ্যস্ত। ইউপিএ আমলে মানুষ বলত বিদ্যুৎ আসবে, এখন মানুষ বলে বিদ্যুৎ এসেছে। আগে মানুষকে বলা হত গ্যাস সংযোগ পাবেন, এখন 'গ্যাস সংযোগ হয়ে গেছে। ইউপিএ আমলে ছিল বিমানবন্দর হবে, মোদী আমলে বিমানবন্দর তৈরি হয়েছে”।
প্রধানমন্ত্রীরকাছথেকেআমাদেরকোনআশানেই - কেসিভেনুগোপাল
আজ প্রধানমন্ত্রী মোদীর লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল বলেন, "আমাদের কোন আশা নেই। তিনি (প্রধানমন্ত্রী মোদী) যা চান তাই বলুন। আমরা তার মুখোমুখি হব। দেখা যাক।"
বিকাল৪টেয়অনাস্থাপ্রস্তাবেরআলোচনায়অংশনেবেনপ্রধানমন্ত্রীমোদী
আজ বিকেল ৪টেয় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
আশাকরিপ্রধানমন্ত্রীসবপ্রশ্নেরউত্তরদেবেন- প্রিয়াঙ্কাচতুর্বেদী
শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল সংসদে এসে মণিপুরের সমস্যাগুলি ব্যাখ্যা করা, কিন্তু তিনি তা করেননি।" এ কারণেই আমাদের অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে। আশা করি তিনি আজ সব প্রশ্নের উত্তর দেবেন।
কেনরাহুলেরবক্তৃতারকিছুঅংশসরিয়েদেওয়াহলতাজানিয়েছেনসংসদবিষয়কমন্ত্রী
বুধবার লোকসভায় রাহুল গান্ধীর বক্তৃতার কিছু অংশ মুছে ফেলার বিষয়ে, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, "যদি সংসদবিরোধী কিছু বলা হয়, তা মুছে ফেলা হয় এবং এটাই সংসদের রিতি" এটা নতুন কিছু নয়।
মোদী কী দেবতা? প্রশ্ন তুললেন খাড়গে…!
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে আজ মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি "ভগবান" যে তিনি সংসদে আসতে পারছেন না। তিনি তো দেবতা নন"। এর আগে বুধবার মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘যারা মণিপুরকে ভাগ করছেন তারা এক ভারত-শ্রেষ্ঠ ভারতের কথা বলছেন’। প্রবল হট্টোগোলের জেরে দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশন।
আজ লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের সব অভিযোগের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪টেয় লোকসভায় বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী মোদী। এখন সকলের চোখ অনাস্থা প্রস্তাবের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রীর ভাষণের দিকে।
লোকসভাথেকেওয়াকআউটকরলেনএনসিপি, ডিএমকেসাংসদরা
অনাস্থা প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যের সময় কংগ্রেস, এনসিপি এবং ডিএমকে এমপিরা লোকসভা থেকে ওয়াকআউট করেন।
জয়ললিতারপ্রসঙ্গটেনেডিএমকে-কেআক্রমণঅর্থমন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, তামিলনাড়ুতে যখন ডিএমকে ক্ষমতায় ছিল, তখন তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলের নেত্রী জয়ললিতার শাড়ি টেনে ধরা হয়। জয়ললিতা অপমানে হাউস ছেড়ে বেরিয়ে গিয়েচছিলেন এবং বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত হাউসে প্রবেশ করবেন না। যাঁর আমলে বিরোধী দলের নেত্রীর শাড়ি ধরে টানার ঘটনা ঘটেছিলআজ তিনিই ‘দ্রৌপদীর’ কথা বলছেন।
ডিবিটিব্যবস্থাবিশ্বকেপথদেখাচ্ছে: সীতারমণ
অর্থমন্ত্রী সীতারমণ এদিন লোকসভায় বলেন, বিশ্বের জন্য একটি উদাহরণ তৈরি করেছে৷ তিনি বলেন, ২০১৩-২০১৪ সালে মাত্র ৭,৩৬৭ কোটি টাকা ডিবিটির মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল৷ সেই পরিমাণ থেকে, ডিবিটি স্থানান্তর ৫ গুণ বেড়েছে ২০১৪-২০১৫ সালের মধ্যেই। গত আর্থিক বছরে, ৭.১৬ লক্ষ কোটি টাকা DBT এর মাধ্যমে স্থানান্তরিত হয়েছে"।
'আপনি মানুষকে স্বপ্ন দেখান, আমরা তাদের বাস্তবে পরিণত করি,' বলেছেন সীতারামন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন: "পরিবর্তন আসে প্রকৃত ডেলিভারির মাধ্যমে, কথার মাধ্যমে নয়। আপনি মানুষকে স্বপ্ন দেখান। আমরা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করি। আমরা সকলের ক্ষমতায়নে এবং কাউকেই তুষ্ট করতে বিশ্বাস করি।"
ইন্ডিয়া জোটকে কটাক্ষ সীতারমণের
তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে নাকি একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে সেটাই বোঝা কঠিন। বিরোধী ইণ্ডিয়া জোটকে কটাক্ষ সীতারমণের।
নুহ হিংসা, মুম্বই-জয়পুর ট্রেনে গুলি চালানর ঘটনায় সরকারকে নিশানা AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসির
জয়পুর-মুম্বই এক্সপ্রেস ট্রেনে গুলি চালানোর ঘটনা উল্লেখ করে মোদী সরকারকে প্রশ্ন করে AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘এটি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের চরমপন্থা এবং উগ্রপন্থার উদাহরণ নয় কি’? তিনি বলেন, যদি তাই হয় তাহলে সরকার এ বিষয়ে কী করবে। পাশাপাশি নুহ হিংসার ঘটনায় মুসলিমদের বাড়ি-ঘর কেন গুঁড়িয়ে দেওয়া হল সেই প্রশ্নও করেন তিনি।
অধীররঞ্জনচৌধুরীরবক্তৃতাশুনবেনপ্রধানমন্ত্রীমোদী- সূত্র
লোকসভার বিরোধীদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তৃতা শুনতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের তথ্য উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।