Advertisment

'এনআরসি, সিএএ নিয়ে মুসলমানদের ভুল বোঝাচ্ছে আরবান নকশাল-কংগ্রেস'

'আগে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেওয়ার জন্য আপনিই সওয়াল করেছিলেন। এখন বলছেন নয়া নাগরিকত্ব আইন মানবেন না। হঠাৎ কেন বদলে গেলেন দিদি? আপনার কী রাজ্যবাসীর উপর ভরসা নেই।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী মোদী।

দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে এনআরসি, সিএএ বিক্ষোভ প্রসঙ্গে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বৈচিত্রের মধ্যে ঐক্যই হল ভারতের হলমার্ক। তাই বিজেপি সব কা সাথ সব কা বিকাশে বিশ্বাস করে। তাঁর দল বা সরকার উন্নয়নের ক্ষেত্রে ধর্ম বিচার করে না।' ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইনের যে অভিযোগ কংগ্রেস সহ বিরোধিরা করছে, তা এইভাবেই খণ্ডন করলেন মোদী। জানালেন, 'শোষিত, নিপীড়িত মানুষদের জন্যই সংশোধিত নাগরিকত্ব আইন পাস করেছে লোকসভা ও রাজ্যসভা। গণতন্ত্রের এই মন্দিরকে সম্মান করুন। আমরাও আপনাদের সম্মান করি।'

Advertisment

আরও পড়ুন: প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্ববিরোধী, মানুষই বিচার করবে কে ঠিক আর কে ভুল: মমতা

প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দেশে বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, 'নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিরোধিরা মানুষের ভাবাবেগকে হাতিয়ার করেছে। সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিয়ো তৈরি করে অশান্তি ছড়ানো হচ্ছে। তাদের ভুল বোঝানো হচ্ছে।' প্রধানমন্ত্রীর আবেদন, 'পছন্দ না হলে আমার (মোদীর) সমালোচনা করন, কুশপুতুল পোড়ান। কিন্তু দরিদ্র মানুষদের ক্ষতি করবেন না, অটো জ্বালাবেন না। রাষ্ট্রীয় সম্পত্তি আগুনে পোড়াবেন না।' বিশ্বের দরবারে ভারতকে অপমানের জন্যও বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনা করেন মোদী।

আরও পড়ুন: বিক্ষোভে বাড়ছে চাপ, সিএএ নিয়ে দেশজুড়ে প্রচারে জোর বিজেপির

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইন ও এনআরসি বিজেপির বিভেদের রাজনীতির ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন দিল্লির সভা থেকে মমতার বিরুদ্ধেও সোচ্চার হন প্রধানমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, 'আগে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেওয়ার জন্য আপনিই সওয়াল করেছিলেন। স্পিকারকে কাগজ ছুড়েছিলেন। কিন্তু, এখন বলছেন নয়া নাগরিকত্ব আইন মানবেন না। হঠাৎ কেন বদলে গেলেন দিদি? আপনার কী রাজ্যবাসীর উপর ভরসা নেই।' ভারতবাসী সিএএ ও এনআরসি চায় কিনা তা প্রমাণে রাষ্ট্রসংঘে গণভোটের দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো। পরে তিনি জানিয়েছিলেন গণভোট নয়, গণ সমীক্ষার কথা বলেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, 'দিদি সরাসরি রাষ্ট্রসংঘে চলে গিয়েছেন। ভোট আসে ভোট যায়। কিন্তু  আপনি কি বলছেন ভেবে দেখেছেন? দেশবাসী কিন্তু সব দেখছে ও বুঝতে পারছে।'

আরও পড়ুন: ‘এনআরসি, সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবুও ভাবাচ্ছে প্রতিবেশীদের’

মোদীর ব্যাখ্যা, 'সংশোধিত নাগরিকত্ব আইন কোনও ভারতীয়র জন্য নয়। দেশের কোনও হিন্দু বা মুসলিমই এই আইনের অন্তর্ভুক্ত নন। এখনও এনআরসি তৈরি হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে আসমে এনআরসি হয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। কংগ্রেস আর আরবান নকশালরা গুজব রটাচ্ছে, মুসলিমদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এইসব সম্পূর্ণ মিথ্যা রটনা।'

Read the full story in English

narendra modi bjp
Advertisment