/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_dc8644.jpg)
জ্বালানি প্রকল্পে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ।
আদানি গ্রুপের বিরুদ্ধে আমেরিকায় তদন্ত শুরু! হিন্ডেনবার্গ রিপোর্টের মধ্যে দিয়ে আদানি গ্রুপের বিরুদ্ধে 'বদনাম' করার ষড়যন্ত্র-এর অভিযোগ আনে সংস্থা। এবার ফের আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেই খবর। এই তদন্ত পরিচালনা করছে নিউ ইয়র্কের পূর্ব জেলার অ্যাটর্নি অফিস ও ওয়াশিংটন বিচার বিভাগের আর্থিক প্রতারণা শাখা।
সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আমেরিকার জ্বালানি প্রকল্পে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তার কোম্পানির বিরুদ্ধে। সেই বিষয়ে শুরু হয়েছে তদন্ত। Azure Power Global নামে পুনর্ব্যবহারযোগ্য শক্তি কোম্পানির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে সংস্থা।
মিডিয়া রিপোর্টে অনুসারে আদানি গ্রুপকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছে এই সম্পর্কে কোন তথ্য তাদের কাছে নেই। আদানি গ্রুপ আরও বলেছে, "আমরা ভারত এবং অন্যান্য দেশে দুর্নীতি বিরোধী আইন সম্পূর্ণরূপে মেনে চলি।" ব্রুকলিন এবং ওয়াশিংটনের বিচার বিভাগের কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
US prosecutors widen their probe of India’s Adani Group to focus on whether the company may have engaged in bribery as well as the conduct of the company’s billionaire founder Gautam Adani https://t.co/gq3yHUUmzP
— Bloomberg (@business) March 15, 2024
গত বছরের শুরুতে একটি আমেরিকান শর্ট সেলিং কোম্পানি 'হিন্ডেনবার্গ রিপোর্টে শেয়ারে করসাজির অভিযোগে অভিযুক্ত করে আদানিকে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে আদানি গ্রুপকে। তবে হিন্ডেনবার্গের এই রিপোর্ট সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ।