/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/modi-election.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার/ ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ যেন ভূতের মুখে রাম নাম! সংসদে তাঁর নীরবতা পালন নিয়ে গত অধিবেশনগুলিতে ব্যাপক চর্চা হয়েছে। দেশের বিভিন্ন ঘটনায় তাঁর মুখ না খোলা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এবার সেই মোদীই সকলকে সংসদে আলোচনায় বসার আহ্বান জানালেন। সংসদে সমস্ত ইস্যুতে আলোচনার জন্য তাঁর সরকার সবসময় মুখিয়ে থাকে, সেকথাই এদিন বললেন প্রধানমন্ত্রী। তবে কি পাঁচ রাজ্যের নির্বাচনী ফলে দলের জোর ঝাপটায় তাঁর মুখে এহেন সুর শোনা গেল?
এদিন শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদ ভবনে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সামনের লোকসভা ভোটকে মাথায় রেখে মানুষের কথা ভেবে সংসদে সবাই আলোচনায় বসুন। তিনি বলেছেন, ‘‘আলোচনায় বসুক সকলে, ভাল বিতর্ক হোক।’’ মোদী আরও বলেছেন যে, আগামী বছর লোকসভা ভোট, তাই রাজনৈতিক স্বার্থ ছেড়ে এ সময় মানুষের কথা ভেবে সকলে ভাল আলোচনা করুক। জনগণের স্বার্থে এই শীতকালীন অধিবেশন গঠনমূলক হবে বলে এদিন আশাপ্রকাশও করেছেন নরেন্দ্র মোদী। সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে সকলকে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি।
As the Winter Session of Parliament commenced, PM Modi on Tuesday appealed to all political parties to ensure smooth functioning while assuring that all issues would be discussed in the House.
Read @ANI Story| https://t.co/66Pi6FU2JIpic.twitter.com/jzABmzkhuN
— ANI Digital (@ani_digital) December 11, 2018
আরও পড়ুন, Assembly Election Results 2018 Live: মায়াবতীর পোয়াবারো মধ্যপ্রদেশে?
এদিকে, এদিনই ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশ। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ের মতো হেভিওয়েট রাজ্যে বেকায়দায় পড়েছে গেরুয়াবাহিনী। লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের ভোটযুদ্ধ ছিল কার্যত সেমিফাইনাল ম্যাচ। সেই সেমি ফাইনালের লড়াইয়ে বিজেপির এমন বিপর্যয়ে স্বভাবতই চাপে শাসক শিবির।
Read the full story in English