''ভোটারদের ভুলে উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় না ফিরলে রাজ্যের পরিস্থিতি হবে বাংলা, কেরল, কাশ্মীরের মতো'', উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যে বিতর্কের ঝড়। 'পরাজয়ের আঁচ পেয়েই এই মন্তব্য যোগীর', কটাক্ষ তৃণমূলের। 'ভোটারদের প্রকাশ্যে হুমকি, কী করছে কমিশন?' প্রশ্ন সিপিএমের।
উত্তর প্রদেশে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১১ জেলার ৫৮ কেন্দ্রে নির্বাচন। উল্টোদিকে, এদিনই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ভিডিও বার্তা ঘিরে বিতর্ক তুঙ্গে। ওই ভিডিও বার্তায় আদিত্যনাথ বলেন, ''পাঁচ বছরে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেগুলো ভুলে গেলে পাঁচ বছরের পরিশ্রম বিফলে যাবে। উত্তর প্রদেশ কাশ্মীর, কেরল, বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না। দাঙ্গাবাজরা অধৈর্য হয়ে উঠছে এবং সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে।''
আরও পড়ুন- উত্তর প্রদেশে ভোট শুরু, গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
এদিকে, ভোট চলাকালীন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনায় সরব বিরোধীরা। যোগী আদিত্যনাথকে তুলোধনা করেছে কংগ্রেস। 'পরাজয়ের আঁচ পেয়েই এই মন্তব্য যোগীর', কটাক্ষ তৃণমূলের। 'উত্তর প্রদেশ অধম প্রদেশে পরিণত হয়েছে', সমালোনায় সরব কংগ্রেসও। বামেরাও যোগীর এই মন্তব্যের কড়া নিন্দা করেছে। 'ভোটারদের প্রকাশ্যে হুমকি, কী করছে কমিশন?' প্রশ্ন তুলেছে সিপিএম।
উল্লেখ্য, এবারের উত্তর প্রদেশের নির্বাচন সাত দফায়। আজ প্রথম দফায় রাজ্যের পশ্চিমে জাঠ অধ্যুষিত এলাকাগুলিতেই ভোট। রাজ্যের ১১ জেলার ৫৮ কেন্দ্রে ভোট বৃহস্পতিবার ভোটগ্রহণ। প্রথম দফায় এদিনই ভাগ্য নির্ধারণ বিদায়ী যোগী মন্ত্রিসভার নয় সদস্যের।