Advertisment

UP-তে আজ দ্বিতীয় দফা, গোয়ায় ভোট ময়দানে তৃণমূল, নির্বাচন উত্তরাখণ্ডেও

কড়া নিরাপত্তার মধ্যে আজ তিন রাজ্যে চলছে ভোটগ্রহণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Uttar Pradesh, Uttarakhand, Goa Assembly Election 2022 Live Updates

তিন রাজ্যে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।

তিন রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে নির্বিঘ্নেই। গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট চলছে সমুদ্র রাজ্য গোয়াতেও। প্রবল ঠাণ্ডার মধ্যেই বিধানসভা নির্বাচন উত্তরাখণ্ডেও। গোয়ায় এবার খাতা খুলতে মরিয়া তৃণমূল। গোয়ায় নজর কাড়ছে আম আদমি পার্টিও। অন্যদিকে, উত্তরাখণ্ডে জোর লড়াই বিজেপি-কংগ্রেসের। দ্বিতীয় দফায় উত্তর প্রদেশের ৫৫ আসনে আজ ভোটগ্রহণ।

Advertisment

আজ তিন রাজ্যেই ভাগ্য নির্ধারণ একাধিক হেভিওয়েটের। দুই বিদায়ী মুখ্যমন্ত্রী রয়েছেন ভোটের লড়াইয়ে। গোয়ায় আজ ভাগ্য নির্ধারণ বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। একইভাবে উত্তরাখণ্ডে আজ লড়ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াতেরও আজই ভাগ্য নির্ধারণ। অন্যদিকে উত্তর প্রদেশে জেল বন্দী সমাজবাদী পার্টির হেভিওয়েট নেতা আজম খানের কেন্দ্রেও আজ নির্বাচন।

উপকূলের রাজ্য রাজ্য গোয়ার ৪০ কেন্দ্রে আজ ভোটদান ১১ লক্ষেরও বেশি ভোটারের। ভোটের লড়াইয়ে ৩০১ জন প্রার্থী। অন্যদিকে উত্তরাখণ্ডের ৭০ কেন্দ্র থেক আজ প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৬৩২ জন প্রার্থী। যাঁদের মধ্যে ১৫২ জন দাঁড়িয়েছেন নির্দল হয়ে। ৮১ লক্ষেরও বেশি ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিন তিন রাজ্যে নির্বাচনের আগে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, ''উত্তরাখণ্ড, গোয়া এবং উত্তরপ্রদেশের কিছু অংশে ভোটগ্রহণ। যাঁরা আজ ভোট দেওয়ার যোগ্য তাঁদের সবাইকে রেকর্ড সংখ্যায় ভোট দিতে এবং গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।''

আরও পড়ুন- রাহুলকে নিয়ে ‘কুমন্তব্য’ করে বিপাকে, ঢোঁক গিললেন হিমন্ত বিশ্বশর্মা

উত্তর প্রদেশের এবার মোট ৭ দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। প্রথম পর্বে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের ১১টি জেলার ৫৮ বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। প্রথম দফায় উত্তর প্রদেশে ৬০ শতাংশের বেশি ভোটের হার ছিল। সোমবার সাহারানপুর, বিজনোর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বুদাউন, বেরেলি এবং শাহজাহানপুর জেলার ৫৫ কেন্দ্রে ভোট।

এই পর্বে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫৮৬ জন প্রার্থী। নাগিনা, ধামপুর, বিজনৌর, আসমোলি, সম্বল, দেওবন্দ, রামপুর মনিহারন এবং গঙ্গোহ-এর ৮টি বিধানসভা কেন্দ্রকে 'সংবেদনশীল' বিভাগে রাখা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।

Read story in English

tmc bjp CONGRESS Uttar Pradesh Poll 2022 Uttarakhand Poll 2022
Advertisment