Advertisment

লক্ষ্য বাংলার কুর্সি? রাম নবমীর পর বঙ্গে জন্মাষ্টমীতে জোর ভিএইচপির

‘‘গতবছর সাড়ে ছশো জায়গায় জন্মাষ্টমী পালন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা পৌঁছে যাবে দেড় হাজারে। জাঁকজমক করেই বাংলায় পালিত হবে জন্মাষ্টমী’’।

author-image
IE Bangla Web Desk
New Update
vhp, ভিএইচপি

এবার এ রাজ্যে জন্মাষ্টমী উৎসবের সংখ্যা শুধু দ্বিগুন হচ্ছে না, জন্মাষ্টমী উপলক্ষে সভা-সমাবেশেরও আয়োজন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এবার জন্মাষ্টমীতে চমক বিশ্ব হিন্দু পরিষদের। রামনবমীর পর ঝাঁপিয়ে পড়ে জন্মাষ্টমী উৎসব সফল করতে মরিয়া হয়ে উঠেছে ভিএইচপি। রাজ্যজুড়ে পুজো-পার্বণ, শোভাযাত্রা ছাড়াও তিন দিন ধরে চলবে আলোচনা সভাও। সেই সব আলোচনায় উঠে আসবে দেশের সাম্প্রতিক নানা প্রসঙ্গ। এবার এ রাজ্যে জন্মাষ্টমী উৎসবের সংখ্যা শুধু দ্বিগুন হচ্ছে না, জন্মাষ্টমী উপলক্ষে সভা-সমাবেশেরও আয়োজন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। লক্ষ্য কি ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা দখল? বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, রাজনীতির সঙ্গে তাদের অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই।

Advertisment

আরও পড়ুন: উনি যেদিন আসবেন, সেদিনই বিজেপি ছাড়বেন শোভন: বৈশাখী

২৩, ২৪ ও ২৫ অগাষ্ট, তিন দিন ধরে জন্মাষ্টমী উৎসবে মাতবে বিশ্ব হিন্দু পরিষদ। ‘কৃষ্ণ সাজো’ প্রতিযোগিতা তো থাকবেই। তাছাড়া থাকছে সংকীর্তন সহযোগে শোভাযাত্রা, থাকবে ট্যাবলো। সংগঠনের সর্বভারতীয় সহসম্পাদক শচীন্দ্রনাথ সিনহা এ প্রসঙ্গে বলেন, ‘‘গতবছর সাড়ে ছশো জায়গায় জন্মাষ্টমী পালন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা পৌঁছে যাবে দেড় হাজারে। জাঁকজমক করেই বাংলায় পালিত হবে জন্মাষ্টমী’’।

আরও পড়ুন: ডাহা ফেল মমতা-পিকে, মুকুলের হাতে ‘সমীক্ষার ফল’

প্রতিবছর শোভাযাত্রা, কৃষ্ণ সাজো-সহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এবার সভা-সমাবেশও করবে ভিএইচপি। কেন এই সভা? শচীন্দ্রবাবুর কথায়, ‘‘এই সব সভায় সাম্প্রতিক বিষয়বস্তু আলোচনায় উঠে আসবে। বিশেষত আলোকপাত করা হবে ৩৭০ ও ৩৫ এ ধারার বিলোপ নিয়ে। দেশ বিভাজনের বিষয়টাও উঠে আসবে আলোচনায়। কারা অনুপ্রবেশকারী ও কারা শরণার্থী, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সভাগুলোতে। ২৪ অগাষ্ট দুর্গাপুরের সভায় হাজির থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী’’।

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ও রাখি বন্ধন

বিগত কয়েক বছর ধরেই রাজ্যজুড়ে রামনবমী উৎসব পালনে তোড়জোড় হয়ে আসছে। জন্মাষ্টমী উৎসবের মাধ্যমে আরও মানুষের কাছাকাছি পৌঁছতে চাইছে এই হিন্দুত্ববাদী সংগঠন। তাই একলাফে কর্মসূচি বেড়ে গিয়েছে অনেকটাই। ২০১৯ লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১৮টি আসনে জয় পেয়ে তাক লাগিয়ে দিয়েছে বিজেপি। রাজনীতির কারবারিরা মনে করছেন, ভিএইচপির এই ধর্মীয় কাণ্ডের মূল লক্ষ্য ২০২১ সালের বিধানসভার নির্বাচন। সংগঠিত ভাবে সংখ্যায় দ্বিগুন অনুষ্ঠান বেড়ে যাওয়া, তিন দিন ধরে উৎসব, তারওপর আলোচনা সভা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

VHP
Advertisment