Advertisment

তথ্যচিত্র ইস্যুতে নাম না-করে বিবিসিকে তীব্র আক্রমণ, কী বললেন উপরাষ্ট্রপতি?

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধনখড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagdeep_Dhankhar

বিবিসির সঙ্গে মোদী সরকারের বিরোধী কিছুতেই যেন মিটছে না। আর, তাতে আরও বেশি করে যেন জড়িয়ে পড়ছেন উপরাষ্ট্রমন্ত্রী জগদীপ ধনখড়। মোদী-বিবিসি বিতর্ককে সামনে রেখে এবার উপরাষ্ট্রপতি বলেছেন, 'গুজরাট দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অপ্রাসঙ্গিক বলে গণ্য করা যায় না।' বিবিসি তাদের যে তথ্যচিত্র প্রকাশ করেছে, তাতে গুজরাট দাঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। তারই প্রেক্ষিতে এবার এই মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনখড় একসময় আইনজীবী হিসেবে ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, বার কাউন্সিলেরও দায়িত্বে ছিলেন।

Advertisment

বেঙ্গালুরুর আইআইএম ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট সেন্টার ব্লকের নতুন ক্যাম্পাস উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে ধনখড় বিবিসি ইস্যুতে কথাগুলো বলেন। তবে, তাঁর মতামত জানানোর সময় উপরাষ্ট্রপতি একবারের জন্য বিবিসির নাম উল্লেখ করেননি। উপরাষ্ট্রপতি আচমকা বিবিসির বিরুদ্ধে বলছেন কেন? এটা কি কেন্দ্রীয় সরকারকে খুশি করার জন্য? জবাবে ধনখড় জানান, অন্য কেউ যদি ঘুরিয়ে রাজনীতি করার চেষ্টা করে, তবে জাতীয়তাবাদীরা চুপ করে বসে থাকতে পারেন না।

উপরাষ্ট্রপতি বলেন, 'শীর্ষ আদালতের নিয়ন্ত্রণে তদন্ত হয়েছে। ২০ বছর ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সিট, সুপ্রিম কোর্ট- সমস্ত স্তরে তদন্ত হয়েছে। তারপরে ২০২২ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আর, তাদের কাছে এমন তথ্যচিত্র রয়েছে, যা তারা ২০ বছর প্রাসঙ্গিকই মনে করেনি। যেটা ২০ বছর তাদের কাছে প্রাসঙ্গিক ছিল না, সেটাই দেশের একটি স্বাধীন এবং শীর্ষ আদালত ২০২২ সালে রায় দেওয়ার পর তাদের প্রাসঙ্গিক বলে মনে হল। আপনারা ঘুরিয়ে এভাবে রাজনীতি করার চেষ্টা করবেন, আর দেশের জাতীয়তাবাদী নাগরিকরা চুপ করে বসে থাকবে?'

আরও পড়ুন- নির্বাচন কমিশনারদের নিয়োগ: বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা খর্ব

বিবিসির নাম না-করেই ধনখড়ের অভিযোগ, এভাবে মনগড়া ব্যাখ্যা দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি দেশবাসীর ওপর তথ্য চাপিয়ে দিতে চাইছে। ধনখড় অভিযোগ করেন, দেশের শাসন, গণতান্ত্রিক রাজনীতি এবং প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরের পাশাপাশি বাইরে থেকেও চলছে এই চেষ্টা। এই ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান।

Jagdeep Dhankhar BBC Documentary Row supreme court
Advertisment