/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/kailash-759.jpg)
কৈলাস বিজয়বর্গীয়
অস্বস্তিতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ও কমল নাথ সম্পর্কে ‘চুন্নু-মুন্নু’ মন্তব্য়ের জেরে গত সোমবার বিজয়বর্গীয়কে নোটিস দেয় নির্বাচন কমিশন। এ প্রেক্ষিতে তাঁকে জবাব দিতে নির্দেশ দেয় কমিশন। শুক্রবার কমিশনের তরফে বলা হয়েছে, বিজয়বর্গীয়ের ওই মন্তব্য়ে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। বিজেপির শীর্ষ নেতাকে এ ধরনের মন্তব্য় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য়, গত ১৪ অক্টোবর ইন্দোরের সানওয়ারে একটি নির্বাচনী সভায় ওই মন্তব্য় করেন কৈলাস বিজয়বর্গীয়। নোটিসের জবাবে বিজয়বর্গীয় জানিয়েছেন, তাঁর মন্তব্য়ের ভুল ব্য়াখ্য়া করা হয়েছে। কৈলাস আরও জানিয়েছেন যে, নির্বাচন কমিশনের নির্দেশাবলী ও আদর্শ আচরণবিধি মেনে চলার পক্ষে তিনি।
আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে বিরাট চমক, কৈলাসের ডানা ছেঁটে মুকুল শিবিরকে বার্তা হাইকমান্ডের
কমিশনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি যত্নসহকারে খতিয়ে দেখা হয়েছে। বিজয়বর্গীয়ের ওই মন্তব্য়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করেছে কমিশন। আদর্শ আচরণবিধি লাগু থাকাকালীন এ ধরনের শব্দপ্রয়োগ বা বক্তব্য় যাতে না করেন, সে ব্য়াপারে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ৩ নভেম্বর মধ্য়প্রদেশে ২৮টি কেন্দ্রে উপনির্বাচন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন