"হিংসা বন্ধ করতে শ্যামাপ্রসাদের আদর্শ অনুসরণ করুন মমতা"

"বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য যে ভাবে চরিতার্থ করতে যেভাবে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, তাতে স্পষ্ট, এখানে শ্যামাপ্রসাদের ভাবনা, আদর্শ অনুসরণ করা হয় না। শ্য্যামাপ্রসাদের রাজনীতি দেশকে এক সূত্রে বাঁধত। মমতার রাজনীতি বিভাজনের রাজনীতি"।

"বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য যে ভাবে চরিতার্থ করতে যেভাবে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, তাতে স্পষ্ট, এখানে শ্যামাপ্রসাদের ভাবনা, আদর্শ অনুসরণ করা হয় না। শ্য্যামাপ্রসাদের রাজনীতি দেশকে এক সূত্রে বাঁধত। মমতার রাজনীতি বিভাজনের রাজনীতি"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবিবার আরএসএস চিন্তাবিদ শ্যামাপ্রদাস মুখার্জির প্রয়াণ দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। সেই নিয়েই ত্ণমূল সুপ্রিমোকে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

Advertisment

রাজ্যের রাজনৈতিক হিংসায় ইতি টানতে মমতার সরকার এবার শ্যামাপ্রসাদের আদর্শ অনুসরণ করুক, বললেন কৈলাস বিজয় বর্গীয়।

"প্রয়াণ দিবস পালন আর তাঁর আদর্শ অনুসরণ করা সম্পূর্ণ আলাদা। মমতা শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবস পালন করেছেন, আমি ওঁকে ধন্যবাদ জানাই। কিন্তু রাজ্যে রাজনৈতিক হিংসা যে হারে বাড়ছে, তাতে ওনার শ্যামাপ্রসাদের আদর্শও অনুসরণ করা উচিত"।

Advertisment

এই দুর্গা পুজোয় ‘বাঙালি’ হয়ে উঠতে মরিয়া বিজেপি

বিজয়বর্গীয় আরও বলেন, "বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য যে ভাবে চরিতার্থ করতে যেভাবে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, তাতে স্পষ্ট, এখানে শ্যামাপ্রসাদের ভাবনা, আদর্শ অনুসরণ করা হয় না। শ্য্যামাপ্রসাদের রাজনীতি দেশকে এক সূত্রে বাঁধত। মমতার রাজনীতি বিভাজনের রাজনীতি"।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার  উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় দু'জনের মৃত্যু হয়েছে, ৫ জন জখম হয়েছে। এলাকায় ডগপজিপি বিরেন্দ্র কুমারের এক থানা উদ্বোধন ঘিরে চূড়ান্ত অশান্তির মাঝেই দু'জন নিহত হন। লোকসভা নির্বাচনের আগে থেকেই একাধিক রাজনৈতিক হিংসার ঘটনায় শিরনামে থেকেছে ভাটপাড়া।

Read the story in English

west bengal politics