scorecardresearch

‘আমি হাতজোড় করে বলছি, আন্দোলনটাকে দুর্বল কর না,’ ববিতাকে অনুরোধ ভিনেশের

প্রিয়াঙ্কা বঢড়া আন্দোলনকারী মহিলা কুস্তিগিরদের কাছে যাওয়ার পর বিজেপি কংগ্রেস নেত্রীর ব্যক্তিগত সচিব সন্দীপ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং দলিত মহিলাকে অপমানের অভিযোগ এনেছে।

Vinesh Phogat and Babita Phogat
ভিনেশ ও ববিতা ফোগত

জাতীয় শিবিরে কুস্তিগিরদের ওপর যৌন হয়রানির অভিযোগে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগিররা। দিল্লির যন্তরমন্তরে চলছে এই ধরনা। যার নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত। পালটা, এই বিক্ষোভ নিয়ে দ্বন্দ্ব ফোগত পরিবারের অভ্যন্তরে ঢুকিয়ে দিলেন ব্রিজভূষণ। এমনটাই অভিযোগ উঠছে। যার জেরে ভিনেশ ফোগত তাঁর খুড়তুতো বোন ববিতাকে হাতজোড় করে, ‘আন্দোলন দুর্বল না-করার অনুরোধ জানাতে বাধ্য হলেন’।

বোনের উদ্দেশে ভিনেশ টুইট করেছেন, ‘আপনি যদি আক্রমণাত্মক মহিলা কুস্তিগিরদের অধিকারের পক্ষে দাঁড়াতে না-পারেন, তবে ববিতা বোন আমি আপনাকে আমাদের আন্দোলন দুর্বল না-করার জন্য হাতজোড় করে অনুরোধ করব। নির্যাতনকারীদের বিরুদ্ধে গলা তুলতে মহিলা কুস্তিগিরদের কয়েক বছর সময় লেগেছে। আপনিও একজন মহিলা। আমাদের ব্যথা বোঝার চেষ্টা করুন।’

ভিনেশের এই কথা বলার কারণ, ববিতা এর আগে প্রিয়াঙ্কা গান্ধী ভদঢ়া সম্পর্কে টুইট করেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী ভদঢ়া প্রতিবাদকারী কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে যন্তর-মন্তরে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে ববিতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ‘প্রিয়াঙ্কা ভদঢ়া তাঁর ব্যক্তিগত সচিব সন্দীপ সিংহকে নিয়ে মহিলা কুস্তিগিরদের জন্য ন্যায়বিচার চাইতে যন্তরমন্তরে গিয়েছেন। তবে এই ব্যক্তি (সন্দীপ সিং) নিজেই শ্লীলতাহানি এবং এক দলিত মহিলাকে অপমান করার অভিযোগে অভিযুক্ত।’ ববিতার এই টুইটের প্রেক্ষিতেই পালটা টুইট করেন ভিনেশ।

আরও পড়ুন- বিএসপি বিধায়ক আফজল আনসারির ৪ বছরের কারাদণ্ড, তার ভাই মুখতারের ১০ বছর

এই পরিস্থিতিতে ববিতার বড় বোন গীতা ফোগত আবার ভিনেশ তথা বিক্ষোভকারীদের পিছনে দাঁড়িয়েছেন। তিনি টুইট করেছেন, ‘আমি সমস্ত দেশবাসীকে অনুরোধ করছি যে আপনার বোন এবং কন্যারা, যাঁরা ন্যায়বিচারের পক্ষে লড়াই করছেন, তাঁদের কণ্ঠস্বর হয়ে তাঁদের সমর্থন করুন। এটা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। কিছু লোক বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিছু লোক এটাকে বর্ণ-ধর্ম বা রাজনীতির সঙ্গে যুক্ত আন্দোলন বলে চালাতে চাইছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Vinesh phogat said to babita phogat that she request her with folded hands not to weaken their movement