'যন্ত্র ভুল করে না, অমনোযোগী হওয়ার কারণে মানুষ ভুল করতে পারেন'
ইভিএম ছেড়ে ব্য়ালটে ভোট? কোন সম্ভাবনাই নেই, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য় নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। শনিবার কলকাতায় বনিকসভার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রাওয়াত। তাঁর মন্তব্য়, "নির্বাচনে হেরে গিয়ে অনেকে হতাশ হয়ে পড়েন, ফলে রাজনৈতিক দলগুলি বলির পাঁঠা করেন নির্বাচন কমিশনকে। ইভিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু কখনও দেখা যায়নি ইভিএম ভুল রিপোর্ট দিয়েছে। যন্ত্র ভুল করে না, অমনোযোগী হওয়ার কারণে মানুষ ভুল করতে পারেন।" রাওয়াত উদাহরণ দিয়ে বলেন, "সম্প্রতি গোয়ায় চারটি ও কর্নাটকে একটি বুথে ইভিএম নিয়ে অভিযোগ এসেছিল। কিন্তু তদন্তে ওই অভিযোগ মিথ্য়া প্রমানিত হয়। ইভিএম ও ভিভি প্য়াট কখনও মিসম্য়াচ করেনি।"
ভোটে স্বচ্ছতা আনতে বেশ কিছু ব্য়বস্থা নিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে অন্যতম হল একটি নতুন অ্য়াপ। কর্নাটকে ওই অ্য়াপ পরীক্ষামূলক ভাবে প্রয়োগও করা হয়েছে। তাতে সাফল্য় পেয়েছে কমিশন। প্রধানত, যে কোন অবাঞ্ছিত ঘটনা ভিডিও করে কমিশনকে ওই অ্য়াপের মাধ্য়েম জানাতে পারেন যে কেউ। ২০১৯ লোকসভায় সর্বত্র এই সুবিধা থাকবে। মুখ্য় নির্বাচন কমিশনার বলেন, "আগামী লোকসভা নির্বাচনে সাধারন ভোটাররা অন্য়ায় দেখলে ভিডিও তুলে পাঠাতে পারেন। তদন্তে প্রমানিত হলে কড়া ব্য়বস্থা নেবে কমিশন। যিনি ছবি পাঠাবেন তাঁর নাম গোপন রাখা হবে।" রাওয়াত জানান, সম্প্রতি কর্নাটক বিধানসভা নির্বাচনের সময় ৭৮0 টি ভিডিও এসেছিল কমিশনের কাছে।
আরও পড়ুন: Maheshtala Assembly Bypoll 2018: তৃণমূলের ভাবমূর্তি বাঁচাল মহেশতলা
কিছুদিন আগে উত্তরবঙ্গে এক সভায় লোকসভা ভোট এগিয়ে আসতে পারে বলে মন্তব্য় করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাওয়াত আজ সেই সম্ভাবনা উড়িয়ে দেন। লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য়, "২০১৫-তে দুটো ভোট এক সঙ্গে হওয়ার কথা হয়েছিল। কিন্তু তার জন্য় আইন সংশােধনের প্রয়োজন রয়েছে। ল’কমিশনের সঙ্গেও কথা হয়েছিল। আমরা লজিস্টিক সাপোর্ট চেয়েছিলাম।" তবে যৌথ ভোট হওয়ার আইনি প্রক্রিয়া মাঝপথে রয়েছে, তাঁর বক্তব্য়ে তাও পরিস্কার।
পরিশেষে. ভারতে নির্বাচনে কালো টাকা এবং ফেক নিউজ, পেইড নিউজ, সোশ্য়াল মিডিয়ার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিশনার। তিনি বলেন, নির্বাচনের সময় তামিলনাড়ু থেকে ৭০০ কোটি টাকা ও কর্নাটক থেকে ১২০ কোটি কালো টাকা উদ্ধার হয়েছে।