Advertisment

লোকসভা অধ্যক্ষ হিসেবে সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষ ভাষণ: দেখুন ভিডিও

তিনি অধ্যক্ষ থাকাকালীন তথ্যের অধিকার আইন, এনরেগা সহ বেশ কিছু জরুরি বিষয়ে লোকসভায় আলোচনা হয়েছে। তাঁর অধ্যক্ষ থাকাকলীন লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল পাস না হওয়ায় খেদও প্রকাশ করেছিলেন সোমনাথ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমনাথ চট্টোপাধ্যায়।

সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারের সময়ে তিনি সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নির্বাচিত হন। ২০০৮ সালে সিপিএম যখন ইউ পি এ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল, তখন দলের নির্দেশ মোতাবেক কথা মেনে অধ্যক্ষ পদ না ছাড়ায় তাঁকে বহিষ্কার করে সিপিএম।

Advertisment

সোমনাথ চট্টোপাধ্যায় ২০০৮ সালের ২৩ জুলাই দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে বর্ণনা করেছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, "লোকসভার অধ্যক্ষ, এবং অন্য নির্বাচিত বিধানসভার অধ্যক্ষরাও সেই পদে থাকাকালীন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না।"

চতুর্দশ লোকসভায় ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনের সময়ে শেষ বার লোকসভায় বক্তব্য রেখেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।

তিনি অধ্যক্ষ থাকাকালীন তথ্যের অধিকার আইন, এনরেগা সহ বেশ কিছু জরুরি বিষয়ে লোকসভায় আলোচনা হয়েছে। তাঁর অধ্যক্ষ থাকাকলীন লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল পাস না হওয়ায় খেদও প্রকাশ করেছিলেন সোমনাথ।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে রোল মডেল আখ্যা দিয়েছিলেন।

somnath chatterjee
Advertisment