করোনা আবহে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল পত্রযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ পাতার কড়া চিঠির পাল্টা পত্রাঘাত জগদীপ ধনকড়ের। মমতার উদ্দেশে পাল্টা চিঠিতে ধনকড় লিখেছেন, ''এই প্রথম আপনার মতামত জানতে পেরে আমি উপকৃত হলাম...সাংবিধানিকভাবে আপনি পুরোপুরি ব্যর্থ, এটা স্পষ্টভাবে জানাচ্ছি''।
মমতাকে জবাবি চিঠিতে কী লিখেছেন ধনকড়?
রাজ্য়পাল লিখেছেন, ''এই প্রথম আপনার মতামত জানতে পেরে আমি উপকৃত... সাংবিধানিকভাবে আপনি পুরোপুরিই ব্য়র্থ, এটা স্পষ্টভাবে জানাচ্ছি। সংবিধানের আওতায় থেকে যা করার করছি আমি''। চিঠিতে রাজ্যপাল এও লিখেছেন যে, মুখ্য়মন্ত্রী ক্রোধের বশেই এই চিঠি লিখেছেন।
পাশাপাশি করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করার কথাও চিঠিতে উল্লেখ করেছেন রাজ্য়পাল।
আরও পড়ুন: 'আমি নির্বাচিত মুখ্য়মন্ত্রী, আপনি মনোনীত রাজ্য়পাল’, ধনকড়কে পত্রাঘাত মমতার
এদিকে, মুখ্য়মন্ত্রীকে লেখা চিঠির পর টুইটারে রাজ্য়পাল লিখেছেন,''প্রাথমিক জবাব দিয়েছি। আগামিকাল সকাল ১১টায় চূড়ান্তভাবে জানাব...''
এর আগে, এদিন রাজ্য়পালকে রীতিমতো চাঁচাছোলা ভাষায় ৫ পাতার চিঠিতে মুখ্য়মন্ত্রী লিখেছেন, ”আপনার কথা বলার ভঙ্গি, শব্দচয়ন সাংবধানিক নয়। আপনি আমাকে সরাসরি আক্রমণ করেছেন। আপনি আমার অফিসকে অপমান করেছেন, আপনার মন্তব্য় আমার মন্ত্রীদের অপমান করেছে। আমার ও আমার মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা করতেই পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য় করা আপনার ঠিক নয়। আপনি মনে হয় ভুলে গিয়েছেন, আমি একজন নির্বাচিত মুখ্য়মন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্য়পাল''।
চিঠিতে মমতা আরও লিখেছেন, ”যে রাজ্য়ের রাজ্য়পাল, সেই রাজ্য়ের সরকারের বিরুদ্ধেই আক্রমণ করছেন আপনি। আপনার মন্তব্য়ে আমি হতবাক হয়েছি। মৌলিক , সাংবিধানিক আচরণ কে ভাঙছেন, মানুষ তার বিচার করবেন, তাই বাধ্য় হয়ে চিঠি প্রকাশ্য়ে এনেছি”। চিঠিতে সারকারিয়া কমিশনের কথা উল্লেখ করেছেন মমতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন