দুই ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল উদ্বিগ্ন ও ব্যথিত। রাজ্যের শাসনব্যবস্থায় যে উদ্বেগের ছবি ধরা পড়েছে , সে ব্যাপারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজকর্মীদের আহ্বান করছি’’। পাশাপাশি রাজ্যপাল লিখেছেন, ‘‘উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে মানুষের দারুণ উৎসাহ দেখেছি। কিন্তু জেলার শীর্ষ আধিকারিকরা অনুপস্থিত ছিলেন। কোনওরকম সহযোগিতা করেননি। দুর্ভাগ্যজনক! আমার সাংবিধানিক দায়িত্ব ব্যাহত হয়েছে’’।
@MamataOfficial As West Bengal governor in pain and concern I beseech the enlightened academicians, politicians, activists to reflect on worrisome governance issues that I noticed on my visit to North and South 24 Parganas and amplified by District Magistrate on 21/10 pic.twitter.com/T2vOkA3wA3
— Jagdeep Dhankhar (@jdhankhar1) October 23, 2019
এদিন টুইটারে রাজ্যপাল আরও লিখেছেন, ‘‘দক্ষ অফিসারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু কাজ করার ক্ষেত্রে তাঁরা প্রতিবন্ধী। এমন পরিবেশ তৈরি করা হোক, যেখানে এই দক্ষ অফিসারদের প্রতিভার বিকাশ ঘটানো যায়। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি’’।
আরও পড়ুন: ‘আমার আর মুখ্যমন্ত্রীর মধ্যে যা ঘটেছে, তা নিয়ে কখনই মুখ খুলিনি’, ফের বিস্ফোরক রাজ্যপাল
Greatly touched by the response of the people during my visits to North and South 24 Parganas The District Administration top was not there and worked to frustrate the object of visit. Total non cooperation! Sad ! In pursuit of my constitutional obligation would be undeterred.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) October 22, 2019
These communications emanating from the District Magistrates on 21/10 are potentially indicate a grim situation. Hope amends would follow from concerned top. Silence over such issues may lead to being silenced for ever and that is a day we all need to avoid. pic.twitter.com/hWsAyI5W71
— Jagdeep Dhankhar (@jdhankhar1) October 22, 2019
আরও পড়ুন: ‘কার্নিভালে ব্ল্যাক আউট করে অপমান করা হয়েছে’, মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল
During my visits to North and South 24 Parganas I had the occasion to meet brilliant young officials with potential to shape future and wished them well. However they were handicapped in imparting inputs. Let’s secure an environment so that all their talent may be exploited. pic.twitter.com/ETm7yUleeC
— Jagdeep Dhankhar (@jdhankhar1) October 23, 2019
উল্লেখ্য, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ধামাখালি ও দক্ষিণ ২৪ পরগনার সজনেখালিতে রাজ্যপালের ডাকা প্রাশাসনিক বৈঠক ভেস্তে যায়। এই বৈঠকে যোগ দেননি জেরলা প্রশাসনের কোনও শীর্ষ কর্তা। এ নিয়ে চরম ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘‘রাজ্যের সব জায়গায় গিয়ে সকলের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে রাজ্যপালের। আমার প্রশাসনিক বৈঠকের কথা গত ১৭ অক্টোবর জেলাশাসককে জানিয়েছিলাম। গত ২১ অক্টোবর জেলাশাসক একটি চিঠি দিয়ে জানান, রাজ্য সরকারের অনুমতি ছাড়া বৈঠক সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর সফরের (২১-২৩ অক্টোবর) জন্য উত্তরবঙ্গে রয়েছেন শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতেই পারেন। কিন্তু সেজন্য সরকার ছুটিতে চলে যেতে পারে না! এটা কি সঠিক পদক্ষেপ করা হল? আমি বিস্মিত’’।