তৃতীয় দফার ভোটে হুগলিতে একাধিক জায়গায় আক্রান্ত প্রার্থীরা। শাসক-বিরোধী উভয় শিবিরের প্রার্থীরাই মঙ্গলবার আক্রান্ত হয়েছেন। খানাকুলে তৃণমূল প্রার্থী নাজবুর রহিম, আরামবাগে সুজাতা মণ্ডল আক্রান্ত হয়েছেন। এবার তারকেশ্বরে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর পোলিং এজেন্ট। বিজেপির প্রার্থীর পোলিং এজেন্ট অরিন্দম চক্রবর্তীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
এদিন তারকেশ্বর বুথে বুথে ঘোরার সময় স্বপন দাশগুপ্তর পোলিং এজেন্টকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এরপর তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এর আগে তারকেশ্বর গাড়িতে করে বিভিন্ন বুথে ঘোরার সময় স্বপন দাশগুপ্তকে দেখে 'জয় বাংলা' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। 'জয় বাংলা' স্লোগান শুনেই মেজাজ হারান স্বপন। গাড়ি থামিয়ে তিন দরজা খুলে দেখেন বেশ কয়েকজন তাঁকে দেখে স্লোগান দিচ্ছে। তাঁর কনভয়ের সঙ্গে ঘুরছিলেন পুলিশ কর্মীরা। তাঁদের তাড়া খেয়ে পালিয়ে যান তৃণমূল কর্মীরা।