Advertisment

নিজেই গাড়ির কাচ ভেঙেছেন লকেট! ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন দাবি করেন, লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভিতর থেকে ভাঙা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে অভিযোগ করেন লকেট। সেখানে গিয়ে সেটা ধরে ফেলতেই স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। এমনকী ইট ছুড়ে গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তবে পাল্টা তৃণমূল দাবি করেছে, নিজেই নিজের গাড়ির কাচ ভেঙেছেন বিজেপি নেত্রী। ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি জানিয়েছে শাসকদল।

Advertisment

লকেট দাবি করেছিলেন, বিজেপি কর্মীদের পাশাপাশি তাঁকে লক্ষ্য করেও ইট-পাথর ছোড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। আর তাতেই তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। তৃণমূল ভিডিয়ো ফুটেজ দেখিয়ে পাল্টা অভিযোগ করেছে, গাড়ির কাচ ভিতর থেকেই ভাঙা হয়েছে। কাচ ভেঙে তৃণমূল ও স্থানীয় বাসিন্দাদের ঘাড়ে দোষ চাপানোর অভিযোগ উঠেছে লকেটের বিরুদ্ধে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নম্বর বুথে মহিলারা ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে অভিযোগ। খবর কানে আসতেই তড়িঘড়ি সংশ্লিষ্ট বুথে পৌঁছন পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে ভোটারদের বাঁধা দিতেই স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। শুধু তাই নয়, লকেট এবং তাঁর অনুগামীদের লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয় বলেও দাবি বিজেপির। ভাঙচুর হয় প্রার্থীর গাড়িও। ঘটনার জেরে আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়। হাতে আঘাত লেগেছে বলে খবর।

পাল্টা, লকেটের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। ঘটনার পর, তৃণমূল ভবনে গাড়ি ভাঙার ভিডিও দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন দাবি করেন, লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভিতর থেকে ভাঙা হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিক্ষোভের সময় গাড়ির কাচ আপনা থেকেই ভেঙে পড়ে যায়। গাড়ির কাচ ভাঙা নিয়ে এবার তরজায় জড়িয়েছে বিজেপি-তৃণমূল।

Locket Chatterjee West Bengal Assembly Election 2021 Chinsurah
Advertisment