রাজ্যে করোনা পরিস্থিতির জন্য ফের একবার বিজেপিকে দায়ী করল তৃণমূল কংগ্রেস। আগে একাধিক বার রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বিজেপিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যে ভোটসপ্তমীর দিন ফের সেই অভিযোগে শান দিল তৃণমূল কংগ্রেস।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'এপ্রিল মাসে রাজ্যে মোট ৫০টি সভা করেছেন মোদি-শাহ জুটি। বাংলায় ১ এপ্রিল মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৬,৫১৩। ২২ এপ্রিল সেই সংখ্যা বেড়ে হল ৬৮,৭৯৮। যা প্রায় ৯৫০ শতাংশ বৃদ্ধি।
তিনি আরও বলেছেন, "প্রথম দফার নির্বাচনের সময় বাংলায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৮১২। ২৫ এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার।" প্রসঙ্গত, এদিন এক রায়ে করোনা বিধি অমান্য করে ভোট প্রচারে নির্বাচন কমিশনের ভূমিকাকে তুলোধনা করে মাদ্রাজ হাইকোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র নির্বাচন কমিশন দায়ী। এভাবেই এদিন ভোট প্রচারে কমিশনের উদাসীনতায় তীব্র ভর্ৎসনা করেছে মাদ্রাজ হাইকোর্ট।
হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘খুনের দায়ে কমিশনের প্রতিনিধিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। যখন ভোট প্রচার চলছিল, আপনারা কি অন্য গ্রহে ছিলেন? কোভিড বিধি নিশ্চিত করতে পারেনি কমিশন।’ তাঁর হুঁশিয়ারি, ‘ভোট গণনায় করোনা বিধি আরোপে কমিশনের কী পরিকল্পনা? ৩০ এপ্রিলের মধ্যে জমা দিক কমিশন। নয়তো ২রা মে’র ভোট গণনা বন্ধ করা হোক।’
সোমবার শ্যামপুকুরে ভোটপ্রচারে মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাদ্রাজ হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি। অন্য সব রাজ্যে এক দফায় ভোট। বাংলায় আট দফা কেন? বিজেপির কথাতেই কমিশন চলছে। আমরা বারবার একসঙ্গে ভোট করার কথা বলেছি। চিঠি লিখেছি, প্রতিনিধি পাঠিয়ে বলেছি। কমিশন শোনেনি।‘