সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সেই মতো বয়কট করা টেলিভিশন সঞ্চালকদের তালিকা প্রকাশ করেছে বিরোধী ইন্ডিয়া জোট। জাতীয় সংবাদমাধ্যমের মোট ১৪ জন সঞ্চালকের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। পবন খেরা বৃহস্পতিবার ওই ১৪ জন সঞ্চালকের তালিকা প্রকাশ করেছেন।
আজ থেকে শুরু হওয়া ২দিনের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে টিভি নিউজ অ্যাঙ্করদের বয়কটের বিষয়ে কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, 'এটি একটি অসহযোগ আন্দোলন'। আজ থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির দুদিনের বৈঠক। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে। সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীও বৈঠকে যোগ দেবেন।
আজ থেকে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটির দুদিনের বৈঠক শুরু হতে চলেছে। এই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
'আপনার অভিযোগ অবশ্যই সমাধান করা হয়েছে'
বৈঠকের আগে কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিক সম্মেলনে বলেন যে কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের অনেকেরই অভিযোগ ছিল যে আমরা দেশের রাস্তায় নেমে আন্দোলন করি না। আশা করি সেই অভিযোগ এখন আর নেই। রাহুল গান্ধী চার হাজার কিলোমিটার 'ভারত জোড়া যাত্রা' সম্পন্ন করেছেন। আমাদের দলের ক্ষেত্রে যা এক টার্নিং পয়েন্ট”।
টিভি নিউজ অ্যাঙ্করদের বয়কট নিয়ে কী বলল কংগ্রেস?
অনেক টিভি নিউজ অ্যাঙ্করদের বয়কট করার ইন্ডিয়া অ্যালায়েন্সের ঘোষণার বিষয়ে, পবন খেরা বলেছেন যে আমরা কাউকে নিষেধ করিনি বা তাদের বয়কট করিনি। এটি একটি অসহযোগ আন্দোলন, যারা সমাজে বিদ্বেষ ছড়ায় তাকে কোন ভাবেই আমরা সহযোগিতা করব না।
খে্রা বললেন, ‘ওরা আমাদের শত্রু নয়। কিছুই স্থায়ী হয় না। আগামীকাল যদি ওনারা বুঝতে পারেন যে ওনারা যেটা করছে তা ভারতের জন্য ভাল নয়, আমরা আবার তাদের শোতে যাওয়া শুরু করব’।
বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, ‘দলের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম CWC বৈঠক। আগামীকাল বর্ধিত ওয়ার্কিং কমিটির একটি বৈঠকও হবে। বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। পাঁচটি রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করবে দল”।
'নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে কংগ্রেস'
হায়দরাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘আমি মনে করি এই বৈঠক থেকে দুটি বার্তা দেওয়ার রয়েছে। প্রথমত, একটি নতুন দল নিয়ে নতুন শুরু... এবং দ্বিতীয়ত, তেলেঙ্গানায় নির্বাচন। হায়দরাবাদে যে বৈঠক হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে কংগ্রেস আসন্ন তেলেঙ্গানা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে আসরে নামার প্রস্তুতি নিচ্ছে।