গতকালই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বৃষ্টি হলেও অস্বস্তি থেকে রেহাই পাবেন না কলকাতাবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই আগামী কয়েক দিনে আরও গরম বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। তবে আপাতত কোনও কালবৈশাখির সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সন্ধের পর শহরে ঝড়ের পূর্বাভাস নেই বলেও এদিন আই ই বাংলাকে ফোনে জানান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস। ঝড়ের পূর্বাভাস না দিলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে কলকাতায় সেভাবে বৃষ্টি সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছে হাওয়া অফিস।
গতকালই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, আগামী ২-৩ দিনে গরম বাড়বে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। গতকাল সন্ধের পর কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। যার জেরে রাতে শহরের তাপমাত্রা একধাক্কায় ৯ ডিগ্রি নেমে যায়। এদিন সকাল থেকে আকাশের মুখভার থাকলেও বেলা গড়াতেই রোদের তেজ ঝরে পড়ে কলকাতায়।
আরও পড়ুন,মঙ্গলবার রাতের কালবৈশাখির পর স্বস্তির আবহাওয়া সকালে
গতকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। কলকাতায় দু’দফায় ঝড় হয়। যে ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ১০০ কিমির কাছে ছিল। গতকালের ঝড়ে কলকাতার বেশ কিছু রাস্তায় প্রচুর গাছ ভেঙে পড়ে। গতকালের ঝড়ে রাজ্যে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে গতকালের ঝড়ে কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট ৩০৩টি গাছ ভেঙে পড়েছে বলে জানা গেছে। ২২৫টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
এদিকে গতকাল ঝড়ের পর থমকে যায় কলকাতার রাজপথ। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে বিভিন্ন রাস্তায়। ব্যাপক যানজটের ভোগান্তিও পোহাতে হয় নিত্যযাত্রীদের। ঝড়ের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। হাওড়া ও শিয়ালদহ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবাও বিঘ্নিত হয় বলে জানা গেছে।
গতকাল কলকাতায় ঝড়ের তাণ্ডবলীলার পর আজ ঝড়-বৃষ্টি হতে পারে কিনা, সে ব্যাপারে নজর ছিল রাজ্যবাসীর। এ ব্যাপারে অবশ্য আশার বাণী শোনালেও গরম বাড়ার বার্তায় অখুশি রাজ্যবাসী।