আজও বৃষ্টির পূর্বাভাস, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে শিলাবৃষ্টিও

সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, weather, west bengal

কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ছবি - ইন্ডিয়ান এক্সপ্রেস।

আজও স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই এলাকাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইট মারফৎ জানা গেছে। বৃষ্টির পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমানসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisment

সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলিতে সন্ধের পর বৃষ্টি হয়। বৃষ্টির পূর্বাভাস মিললে আজও অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যবাসী।

weather rain