ফের বিজেপি-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আসানসোল, রানাঘাট

পুরসভায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

পুরসভায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রণক্ষেত্র আসানসোল

ফের বিজেপি-পুলিশ ধুন্ধুমারে উত্তাল হলো আসানসোল। পুরসভায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Advertisment

ঠিক কী হয়েছিল?

এদিন সকালে বিজেপির যুব মোর্চার তরফে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসানসোল পুরনিগমে একটি স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল। সেই মোতাবেক এদিন সকালে জিটি রোড ধরে মিছিল করে আসানসোল পুরনিগমে যান বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে সেই সময়েই পুরনিগমের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে জমা হয়েছিলেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরাও। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ছিল পুলিসি ব্যারিকেড। কিন্তু হঠাৎই বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে রক্তদান শিবিরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে ইটবৃষ্টি শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা বলে খবর। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এমনকি বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেলও ফাটায় পুলিস।

Advertisment

আরও পড়ুন, ‘জয় শ্রীরাম’ না বলায় পাঁচ তৃণমূল কর্মীকে মারের অভিযোগ

অন্যদিকে, উত্তপ্ত নদিয়ার রানাঘাট কলেজে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হওয়ার পরই রানাঘাট কলেজ দখল করে বিজেপির ছাত্র সংগঠন। এদিন নিজেদের কিছু দাবি নিয়ে রানাঘাট কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিতে যায় তারা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সংগঠনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

police bjp tmc