Advertisment

বাংলার ভোট এবার ৮ দফায়, গণনা ২ মে, জেনে নিন নির্বাচনের নির্ঘন্ট

পশ্চিমবঙ্গের ২৯৪ আসনে ভোট সুষ্ঠু করতে দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষককে দায়িত্ব দিয়েছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক্সপ্রেস ফটো- অনিস শর্মা

পশ্চিমবঙ্গ ভোট হবে আট দফায়। ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ভোট গণনা ২রা মে।

Advertisment

প্রথম দফার ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে। পুরুলিয়া, বাঁকুড়া-১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-১, পূর্ব মেদিনীপুর-১-এ ভোট গ্রহণ হবে।

দ্বিতীয় দফায় ভোট ১রা এপ্রিল। ৩০ টি আসনে হবে। ভোট গ্রহণ হবে, বাঁকুড়া-২, পশ্চিম মেদিনীপুর- ২, পূর্ব মেদিনীপুর- ২, দক্ষিণ ২৪ পরগনা - ১।

তৃতীয় পর্যায়ের ভোট হবে ৬ এপ্রিল। ৩১ টি আসনে হবে। এই দফায় হাওড়া -২, হুগলি - ২, দক্ষিণ ২৪ পরগনা - ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোট নেওয়া হবে।

চতুর্থ পর্যায়ের ভোট হবে ১০ এপ্রিল। ৪৪ টি আসনে হবে। হাওড়া-২, হুগলি- ২, দক্ষিণ ২৪ পরগনা- ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোট গ্রহণ হবে।

পঞ্চম দফায় ৪৫ আসন ভোট হবে ১৭ এপ্রিল। এই পর্যায়ে ভোট হবে, উত্তর ২৪ পরগনা-১, নদিয়া- ১, পূর্ব বর্ধমান-১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেয

ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। এই পর্যায়ে ভোট গ্রহণ হবে ৪৩ আসনে। যেসব জেলায় ভোট হবে সেগুলো হল উত্তর ২৪ পরগনা-১, নদিয়া- ১, পূর্ব বর্ধমান-১ , উত্তর দিনাজপুর।

সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। মালদহ-১, মুর্শিদাবাদ-১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর কলকাতা দক্ষিণে এই দফায় ভোট হবে।

অষ্টম দফায় ভোট হবে ২৯ এপ্রিল। মালদহ-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূমের ৩৫ টি আসনে ভোট হবে।

আসামে তিন ও কেরালায় এক দফায় ভোট গ্রহণ হবে বলে ঘোষমা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তামিলনাড়ুতেই বিধানসভা ভোট হবে এক দফায়। কেন্দ্র শাসিত পুদুচেরিতে ভোট হবে একটিই পর্বে।

স্বাস্থ্য নিরাপত্তার জন্য এবার পাঁচ রাজ্যেই ভোট কেন্দ্র হতে চলেছে এক তলায়। রাজ্যে পোলিং স্টেশনের সংখ্যা ১লক্ষ ১হাজার ৯১৬টি। ২০১৬ সালের তুলনায় যা ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়্ছেে। ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে ভোটদান হবে। প্রচারের সময় বৃদ্ধি করা হয়েছে। বাড়ি, বাড়ি গিয়ে প্রচারে লোকসংখ্যা নির্দিষ্ট থাকবে। রোড শোয়ে পাঁচটির বেশি গাড়ি ব্যাবহার করা যাবে না। প্রচারের সময় কোন ফাঁকা মাঠ রয়েছে তার তালিকা আগে থেকেই তৈরি করে কমিশনে জানাতে হবে। প্রার্থীদের মনোনয়ন পেশের সময় দু'জন ব্যক্তি ও দু'টি গাড়ি ব্যবহার করা যাবে। ফৌজদারি মামলায় যাঁরা অভিযুক্ত, তাঁদের বিজ্ঞাপন দিয়ে তা জানাতে হবে। সব রাজ্যেই পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

কমিশনের তরফে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক আজয় নায়েক। বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক হলেন বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। জানালেন সুনীল অরোরা। ভি মুরলীকুমার বাংলার বিশেষ পর্যবেক্ষক।

৮০ বছরের ঊর্ধ্বের ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।

'করোনা আবহে বিহারের ভোট চ্যালেঞ্জ ছিল। তা বালবাবেই সুম্পন্ন হয়েছে। এবারও স্বাস্থ্য বিধি মেনেই ভোট হবে।' সাংবাদিক বৈঠকে বলললেন সুনীল অরোরা। এছাড়াও তিনি জানান, ভোটের সূচি তৈরির সময় উথসব, বোর্ডের পরীক্ষা সহ নানা বিষয় মাথায় রাখতে হয়েছে।

বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ ৩০ মে পর্যন্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Polls 2021 West Bengal Assembly Election 2021 election commission
Advertisment