নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হল নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রীকে 'চার-পাঁচ জন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়' এই অভিযোগেই আজ নির্বাচন কমিশনে নালিশ জানাতে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এই ঘটনার জেরে আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। প্রচার চলাকালীন চোট লাগে তাঁর ৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, চক্রান্ত করে তাঁকে জখম করা হয়েছে ৷চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ে, পায়ের পাতায়, হাতে, গলা ও কাঁধে চোট পেয়েছেন তিনি৷ পায়ে প্লাস্টার করা হয়েছে৷ আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে৷
আরও পড়ুন, মমতার পায়ে প্লাস্টার, সঙ্গে শ্বাসকষ্ট! ‘তৈরি থাকুক বিজেপি’ হুঁশিয়ারি অভিষেকের
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে ৷ কাপুরুষরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ করে স্তব্ধ করে দিতে চেয়েছিল ৷ কিন্তু তাঁকে কেউ থামাতে পারেনি৷" তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ দেখে, ভিড় দেখে পথে নামেন না। তাই তার সুযোগ কেউ যদি নেয়, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে সেটা অন্যায়।’’
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলার প্রতিবাদ জানিয়ে তাঁরা বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে তাঁদের প্রতিবাদ জানাবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন