/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/tmc-logo-759-new.jpg)
করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল।
বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী তালিকায় তেমন কোনও চমক নেই তৃণমূলের। খড়গপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার। করিমপুরে তৃণমূলের হয়ে লড়বেন বিমলেন্দু সিংহ রায়। কালিয়াগঞ্জে তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহ। আগামী ২৫ নভেম্বর ওই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে আগামী ২৮ নভেম্বর।
অন্যদিকে, বাংলার এই তিন কেন্দ্রের উপনির্বাচনে একে অপরের হাত ধরেছে বাম-কংগ্রেস। জোট করেই উপনির্বাচনে লড়বে বাম-কংগ্রেস। বিমান বসু বলেছেন, ‘‘এনআরসি, সাম্প্রদায়িক ভেদাভেদ, বেকারত্বের বিরুদ্ধে রাজ্যজুড়ে আমরা একসঙ্গে লড়াই চালাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বামেরা তিন আসনে উপনির্বাচনে লড়বে না। শুধুমাত্র করিমপুর কেন্দ্রে লড়ব আমরা। বৃহস্পতিবার ওই কেন্দ্রে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব। একইরকম ভাবে কংগ্রেসও দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করবে। উপনির্বাচনে আমরা একসঙ্গে প্রচার চালাব। তৃণমূল ও বিজেপিকে হারানোই আমাদের প্রথম লক্ষ্য’’। বিমান বসুর সুরে সুর মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও।
আরও পড়ুন: ‘বাঙালিদেরই বেছে বেছে টার্গেট করা হচ্ছে’, কুলগামকাণ্ডে কেন্দ্রকে নিশানা মমতা বাহিনীর
উল্লেখ্য, খড়গপুর ও করিমপুর কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূলের মহুয়া মৈত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দু’জনেই সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। তাই ওই দুই কেন্দ্রে বিধানসভা আসন শূন্য। অন্যদিকে, কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনও শূন্য রয়েছে। তাই এই তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।