Advertisment

বিধানসভায় ধুন্ধুমার, তৃণমূল বিধায়কের কুকথায় কান্নায় ভেঙে পড়লেন বাম বিধায়ক

বিধানসভার অধ্যক্ষের নির্দেশে অধিবেশনে উঠে দাঁড়িয়ে বাম বিধায়কের কাছে হাতজোড় করে ক্ষমা চান তৃণমূল বিধায়ক। দলের বিধায়কের মন্তব্যে নিন্দায় সরব হন তৃণমূল বিধায়করাও।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal assembly, রাজ্য বিধানসভায় ধুন্ধুমার, তৃণমূল বিধায়ক, বাম বিধায়ক, tmc mla, cpim mla, সিপিএম বিধায়ক, west bengal assembly news, বঙ্গ বিধানসভায় ধুন্ধুমার, বাম বিধায়ক জাহানারা খান, তৃণমূল বিধায়ক নার্গিস বেগম, বাম বিধায়ককে কুকথা তৃণমূল বিধায়কের

অধিবেশন চলাকালীন বাম বিধায়ককে কুকথা বলেন তৃণমূল বিধায়ক।

সপ্তাহান্তে বঙ্গ বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড। বিধানসভায় দলের বিধায়ককে নিয়ে বিড়ম্বনায় পড়ল মমতা বাহিনী। অধিবেশন চলাকালীন বাম বিধায়ককে কুকথা বলেন তৃণমূল বিধায়ক। কুকথা শুনে কান্নায় ভেঙে পড়েন বাম বিধায়ক। স্পিকারকে এ নিয়ে নালিশও জানান তিনি। পরে বিধানসভার অধ্যক্ষের নির্দেশে অধিবেশনে উঠে দাঁড়িয়ে বাম বিধায়কের কাছে হাতজোড় করে ক্ষমা চান তৃণমূল বিধায়ক। দলের বিধায়কের মন্তব্যে নিন্দায় সরব হন তৃণমূল বিধায়করাও।

Advertisment

ঠিক কী ঘটেছে?

জানা যাচ্ছে, বিধানসভায় বাজেট অধিবেশনে এদিন আলোচনায় অংশ নেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। তৃণমূল বিধায়কের বক্তব্যের সময় বাম বিধায়করাও মন্তব্য করতে থাকেন। এমন সময়ই জামুড়িয়ার বাম বিধায়ক জাহানারা খানের উদ্দেশে মাইকে অশালীন শব্দ প্রয়োগ করেন নার্গিস। তৃণমূল বিধায়কের বক্তব্য শেষ হওয়ার পরই স্পিকারের ঘরে যান জাহানারা-সহ বাম ও কংগ্রেস বিধায়করা। সেখানেই কান্নায় ভেঙে পড়েন জাহানারা। যেভাবে তাঁকে কুমন্তব্য করা হয়েছে, সেজন্য বিচার চান তিনি।

আরও পড়ুন: ‘শাহিনবাগ-পার্ক সার্কাসে টাকা-বিরিয়ানি দিয়ে অশিক্ষিত গরিবদের বসানো হয়েছে’

নার্গিসের বক্তব্যের সময় বিধানসভায় ছিলেন ফিরহাদ হাকিম, তাপস রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। তাঁরাও নার্গিসের মন্তব্যে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন। এরপরই অধিবেশন কক্ষে এসে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, যে শব্দ প্রয়োগ করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা এর বিহিত চাই। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, যে মন্তব্য করা হয়েছে, তা বিধানসভার গরিমা খর্ব করেছে। আমরা এই মন্তব্যকে কখনই সমর্থন করি না।

আরও পড়ুন: দিল্লি বিপর্যয়ে বিজেপি নেতাদেরই ‘দুষলেন’ শাহ

এরপরই স্পিকারের নির্দেশে বিধানসভার অধিবশনে উঠে দাঁড়িয়ে জাহানারর কাছে নিঃশর্তে হাতজোড় করে ক্ষমা চান তৃণমূল বিধায়ক নার্গিস। নার্গিসের এই শব্দ বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp tmc
Advertisment