Advertisment

ফের হামলার শিকার দিলীপের গাড়ি, সাত মাসে চার বার

বৃহস্পতিবার কলকাতায় একটি মানবাধিকার সংগঠনের মিছিলের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী, যাদের "বিজেপির গুণ্ডা" বলে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত সাত মাসে এই নিয়ে চতুর্থবার হামলার শিকার হলো পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গাড়ি। রবিবার তাঁর গাড়িতে পাথর ছুড়ল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটির উইন্ডস্ক্রিন, যদিও সেসময় গাড়িতে ছিলেন না দিলীপ।

Advertisment

"কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আজ সকালে আমার গাড়িতে পাথর ছোড়ে। আমি হুগলির দিকে রওয়ানা দিচ্ছিলাম তখন। উইন্ডস্ক্রিনের কাচটা ভেঙে গেছে। আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি," সংবাদ সংস্থা আইএএনএস-কে জানান দিলীপ।

তাঁর কনভয়ের ওপর গত কয়েক মাসে একাধিকবার হামলা চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, ভয়ে মাথা নিচু করবেন না তিনি। তাঁর কথায়, "আমার গাড়ি এবং কনভয়ের ওপর অনেকবার হামলা হয়েছে। আমাদের দলের কিছু নেতাকে মারধরও করা হয়েছে। কিন্তু আমরা ভয় পাই না। আমরা লড়াই চালিয়ে যাব।"

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতায় একটি মানবাধিকার সংগঠনের মিছিলের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী, যাদের "বিজেপির গুণ্ডা" বলে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএন ব্যানার্জি রোডের ওপর জানবাজারের কাছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমক্র্যাটিক রাইটস-এর ওই মিছিলের সদস্যদের জোর করে আটকে দেয় ভরতের পতাকাধারী একদল লোক।

গত বছরের ডিসেম্বরে উত্তরবঙ্গের কোচবিহারে দিলীপের কনভয়ের ওপর হামলা চালায় একদল তথাকথিত তৃণমূল কর্মী। হামলার ভিডিওতে দেখা যায়, মুখে কালো কাপড় বেঁধে লাঠি দিয়ে গাড়িটিকে আঘাত করছে কিছু ব্যক্তি।

সেপ্টেম্বর মাসেও হামলা হয় দিলীপের গাড়ির ওপর, সেবার ঘটনাস্থল ছিল পূর্ব মেদিনীপুর। ঘটনায় আহত হন তিন বিজেপি কর্মী। অগাস্ট মাসেও বাঁকুড়া জেলার খাটরা এলাকায় তাঁর গাড়িকে নিশানা বানায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী।

bjp Mamata Banerjee dilip ghosh
Advertisment