Advertisment

সংখ্যালঘুদের জন্য বিশেষ কার্ড আনছে বিজেপি

সদস্য়দের নানা তথ্য়ের উল্লেখ থাকবে এই কার্ডে। কার্ডের মাধ্যমে গেরুয়া নেতৃত্বের বরাভয়, 'অযথা সিএএ নিয়ে ভয়ের কোনও কারণ নেই'।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP bengal

এক্সপ্রেস ফাইল ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মধ্য়প্রদেশ থেকে এক ঝাঁক সংখ্যালঘু নেতা দল ছেড়েছেন। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে সদস্যদের জন্য বিশেষ কার্ডের কথা ভাবছে বঙ্গ বিজেপির সংখ্যালঘু মোর্চা। সিএএ বা এনআরসি নিয়ে কোনও প্রশ্ন উঠলে ওই কার্ডেই তার জবাব মিলবে। রাজ্যের চার লক্ষ সদস্যদের জন্য এমনটাই ভেবেছে বঙ্গ বিজেপির সংখ্যালঘু মোর্চা।

Advertisment

রাজ্যে সদস্য অভিযান শেষে গেরুয়া শিবিরের সংখ্যলঘু সদস্য সংখ্যা এখন সরকারিভাবে ৪ লক্ষ। মুর্শিদাবাদে মোট জনসংখ্যার প্রায় ৬৭ শতাংশ মুসলিম, মালদায় ৫১ শতাংশ এবং উত্তর দিনাজপুরে প্রায় ৫০ শতাংশ। রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ, মালদা-সহ বিভিন্ন সংখ্যালঘু জেলায় তেমন একটা প্রভাব ফেলতে পারেনি বিজেপি। মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন জানান, মিসড কল ও ফর্ম ফিলাপের মাধ্যমে রাজ্যে সদস্য হয়েছে ৪ লক্ষ। লোকসভা নির্বাচনের আগে ২২হাজার সদস্য ছিল। মুর্শিদাবাদে ৩০ হাজার, উত্তর দিনাজপুরে ২৯ হাজার, মালদায় সদস্য হয়েছেন ১৪ হাজার। যদিও উত্তর মালদা লোকসভা আসনে এবার জয়ী হয়েছে বিজেপি।

এ রাজ্যে বাড়ি বাড়ি সিএএ নিয়ে প্রচার করছে পদ্মশিবির। বিজেপির সংখ্য়ালঘু মোর্চাও বিভিন্ন এলাকায় প্রচার সারছে। মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন বলেন, "আমরা বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে প্রচার করছি। ব্যাপক সাড়া পাচ্ছি। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে সদস্যদের জন্য বিশেষ কার্ডের।" কী সেই কার্ড? তাও জানিয়ে দিয়েছেন আলি সাহেব।

মোর্চার সভাপতি জানান, মুসলিমদের জন্য বিশেষ কার্ড বানানোর পরিকল্পনা আছে। এই নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন উঠেছে। মাইনরিটি মোর্চার আলাদা করে পরিচিতি দিতে চাই। সদস্যদের বিশেষ কার্ড দেওয়া হবে। ওই কার্ডে সমস্ত কিছু তথ্য লিপিবদ্ধ থাকবে। সদস্য নম্বর, কত বছর ধরে বিজেপিতে আছেন, কী দায়িত্বে আছেন, ভোটার কার্ড, প্য়ান কার্ড, রেশন কার্ড নম্বর- এসবের উল্লেখ থাকবে এই কার্ডে। কার্ডের মাধ্যমে গেরুয়া নেতৃত্বের বরাভয়, 'অযথা সিএএ নিয়ে ভয়ের কোনও কারণ নেই'।

bjp
Advertisment