Advertisment

আগে ওই তরুণীকে গ্রেফতার করুক, এফআইআর-এর পর মন্তব্য দিলীপের

"আমরা সব কিছুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত। কিছু জায়গা নিজেদের গড় বলে মনে করছে। ছাড়বো না। সব গড় ভাঙবো।"

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ। ফাইল ছবি।

পাটুলিতে বিজেপির অভিনন্দন যাত্রায় হেনস্থা ও কুকথার অভিযোগ করে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এফআইআর-এর পর ওই তরুনীকে গ্রেফতারের দাবি জানালেন দিলীপ ঘোষ। শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "আগে ওই তরুণীকে গ্রেফতার করা উচিত। কেন বিজেপির অনুষ্ঠানে 'ডিসটার্ব' করতে এসেছিলেন? সেখানে হাজির হয়েছিলেন একেবারেই অন্য উদ্দেশ্য নিয়ে। আমি তো সাবধান করেছি। এরপরে এলে কিন্তু তার দায়দায়িত্ব ওদেরই থাকবে।"

Advertisment

মেদিনীপুরের সাংসদ তাঁর বক্তব্যের অবস্থানে যে অনড় রয়েছেন এদিনের বক্তব্যেই তা স্পষ্ট। এদিনও তিনি চাঁচাছোলা ভাষায় হুঙ্কার ছাড়েন। দিলীপ বাবুর বক্তব্য, "বিজেপিকে বদনাম করা জন্য, মিছিলে গোলমাল করার জন্য পাঠানো হচ্ছে। যারা হেরে যায় তারা এই ধরনের ছোটোলোকের মত কাজ করে। কোনও প্রোগ্রামে গিয়ে হুজ্জুতি করা, তারপর এফআইআর করা। এটা কোনও ভদ্র রাজনীতি নয় বা ভদ্র পদ্ধতি নয়। যারা এই ভাবে কাজ করে তাদের উদ্দেশ্য বা চরিত্র সম্বন্ধে আমার সন্দেহ রয়েছে।"

আরও পড়ুন: দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের তরুণীর

বৃহস্পতিবার পাটুলিতে সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেই যাত্রায় সিএএ এবং এনআরসি-র বিরোধিতায় হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানান এক তরুণী। অভিযোগ, ওই তরুণীর পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। হেনস্থা করা হয়। এমনকী কু-মন্তব্যও করেন দিলীপ বাবু। শুক্রবার ওই তরুনী পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। এফআইআর-এর পর পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "গায়ে পড়ে ঝগড়া করে আবার এফআইআর করছে। তার মানে পুলিশ-প্রশাসনের কতটা পতন হয়েছে। চ্যালেঞ্জ করছি আসুন রাজনীতির ময়দানে লড়াই করুন। পিছন থেকে ইন্ধনের এই ধরনের রাজনীতি চলতে পারে না। আমার কাছে সব কিছুর জবাব আছে।"

একদিকে কংগ্রেস, তৃণমূল ও বামেরা রাজ্যজুড়ে সিএএ, এনআরসি বিরোধী মিছিল-সভা করছে। অন্যদিকে নয়া আইনের সমর্থনে বিজেপি করছে অভিনন্দন যাত্রা। নন্দীগ্রামেও অভিনন্দন যাত্রা করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন দিলীপবাবু। বিজেপির অভিযোগ ছিল, তাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। খেয়াঘাট, রাস্তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। পদ্মশিবিরের সভা, মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না বলেও ৬, মুরলিধর সেন লেনের নেতাদের দাবি। এদিন দিলীপ ঘোষ বলেন, "আমার অনুষ্ঠান হলে অনুমতি দেবে না, আমার নাম শুনলে এত ভয় কেন? আমি গেলে সব কিছু পাল্টে যাবে? আমাদের মিছিল-মিটিংয়ে লোক আসছে বলে ওরা ভয় পাচ্ছে। আমরা সব কিছুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত। কিছু জায়গা নিজেদের গড় বলে মনে করছে। ছাড়ব না। সব গড় ভাঙবো।"

dilip ghosh caa
Advertisment