Advertisment

'৩৫হাজার ভোটে জিতব', চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থীর

তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় দাবি করেন, ৩৫ হাজার ভোটের ব্যবধানে তিনি জিততে চলেছেন। মনোয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ তথা ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক মহুয়া মৈত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc

মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছেন করিমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী।

রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়ে গেল সোমবার। করিমপুরে তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিয়েই এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধীদের উদ্দেশে। এদিন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় দাবি করেন, ৩৫ হাজার ভোটের ব্যবধানে তিনি জিততে চলেছেন। মনোয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ তথা ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক মহুয়া মৈত্র। মহুয়া চলতি বছর লোকসভার সাংসদ নির্বাচিত হওয়াতেই করিমপুর আসনটি ফাঁকা হয়ে যায়। শুধু বিমলেন্দুই নয়, সোমবার খড়্গপুরের তৃণমূলপ্রার্থী প্রদীপ সরকারও মনোনয়ন জমা দিয়েছেন।

Advertisment

২৫ নভেম্বর রাজ্য়ের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ওই দিন ভোট হবে খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভায়। খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে সেই আসনেও নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। অন্যদিকে, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেই আসনটিও শূন্য হয়েছে। ইতিমধ্যে কংগ্রেস-বামফ্রণ্ট, তৃণমূল ও বিজেপি ওই তিন কেন্দ্রেই তাদের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছে।

আরও পড়ুন- বিস্ফোরক অনুব্রত: ডিটেনশন ক্যাম্প বানাতে এলে হাত-পা ভেঙে দেব

এদিন কয়েক হাজর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বিমলেন্দু সিংহ রায়। তেহট্ট পিডব্লুউডি মোড় থেকে মিছিল শুরু হয়। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, "বিপুল ভোটে করিমপুর আসনে তৃণমূল জয় পাবে। জয়ের ব্যবধান হবে ৩৫ হাজার।"

publive-image খড়্গপুরে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রচার। মিছিলে সামিল উট।

অন্যদিকে, খড়্গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার দুর্গামন্দির থেকে পদযাত্রা শুরু করেন। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের জেলা সভাপতি অজিত মাইতি এই মিছিলে অংশ নেন। অভিনব সেই মিছিলে মরুভূমির উটের গায়ে বেঁধে দেওয়া হয় ঘাসফুল পতাকা। ২০১৬ সালে রাজ্যে যে তিনটি কেন্দ্র থেকে বিজেপি জয় পেয়েছিল এবার সেগুলির মধ্যে অন্যতম খড়্গপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বভাবতই খড়্গপুর তৃণমূলের কাছে বেশ বড় চ্যালেঞ্জ। বিজেপির বিরুদ্ধে লড়াই চেয়ে এই কেন্দ্রে তৃণমূলকে সমর্থন করতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন আব্দুল মান্ননও। ফলে, এই আসন ধরে রাখা পদ্ম শিবিরের কাছে সম্মানের প্রশ্ন।

আরও পড়ুন- ‘বাংলাতেও বহু নেতার গোপনীয়তা খর্ব হচ্ছে’, বিস্ফোরক রাজ্যপাল ধনকড়

এদিন কালিয়াগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় মনোনয়নপত্র জমা দেন। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা নির্বাচন আধিকারিকের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। 'বাবা' প্রয়াত প্রমথনাথ রায়ের কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়ে তিনি চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল ও বিজেপিকে। তিনি জানান, লোকসভা নির্বাচনে এখানে বিজেপি ভাল ফল করলেও গেরুয়াশিবিরের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার মনোনয়ন পত্র দাখিল করতে চলেছেন।

tmc bjp CONGRESS
Advertisment