Advertisment

এয়ার স্ট্রাইকে ঠিক কতজন মারা গিয়েছে, প্রশ্ন মমতার

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা জানতেই চাইতে পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে? কারা মারা গিয়েছে? আসলে ঘটনাটা কী?.."

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে এবার বিস্তারিত তথ্য জানতে চেয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে নিশানা করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা জানতেই চাইতে পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে? কারা মারা গিয়েছে? আসলে ঘটনাটা কী?.." পাশাপাশি মোদী সরকারকে আক্রমণের সুরে মমতা বলেছেন, "রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না। একটা নির্বাচনে জেতার জন্য যুদ্ধ চাই না, শান্তি চাই। জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি আমরা ভালবাসি না।"

Advertisment


মোদীকে আক্রমণ করে মমতা আরও বলেন, "পুলওয়ামার ঘটনার পর বিরোধী দলগুলোর সঙ্গে একটাও বৈঠক করেননি উনি। গত পাঁচ বছরে কিছু হয়নি। উরি, পাঠানকোটে জঙ্গি হামলা হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হামলা নিয়ে সরকারের কাছে আগাম খবর থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। জওয়ানদের জীবন বিপন্ন করা হয়েছে।"

আরও পড়ুন, পুলওয়ামা হামলার কথা মোদী আগেই জানতেন: মমতা

মমতার এহেন মন্তব্যের সমালোচনা করতে আসরে নেমেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছেন, "এ ধরনের মন্তব্য করে ওঁর পদের অসম্মান করছেন উনি। ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে উনি পরোক্ষে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপকে সমর্থন করছেন। এটা দুর্ভাগ্যজনক যে, উনি মুখ্যমন্ত্রী হয়ে এমন মন্তব্য করছেন।"

অন্যদিকে, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার প্রসঙ্গে মমতা বলেছেন, "আমরা চাই উনি নিরাপদে দেশে ফিরে আসুন। ওঁর জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।" আজই ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Read the full story in English

PM Narendra Modi Mamata Banerjee
Advertisment