রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন। ভোট হল কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে। বেলা বাড়তে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া চার কেন্দ্রেই ভোট মোটের উপর শান্তিপূর্ণ। বিকেল ৫টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ৬৯.৯৭ শতাংশ। শান্তিপুরে ভোটদানের হার ৭৬.১৪ শতাংশ। খড়দহে ভোট পড়েছে ৬৩.৯০ শতাংশ। ৭৫.০৭.৯১ শতাংশ ভোট পড়েছে গোসাবায়।
শুরু থেকে উত্তপ্ত ছিল খড়দহ। বিলকিন্দার যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীর গাড়িতে দলীয় প্রতীক রয়েছে বলে অভিযোগ ছিল তৃণমূল কর্মীদের। বেলা বাড়তে উত্তেজনা আরও বাড়ে। করোনা টিকার দুটি ডোজ ছাড়া ভোট দেওয়া যাবে না, ৫৩ জন ভোটারকে বুথমুখী না হতে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোলে তৃণমূল। দুপুর ১২টা নাগাদ জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী জয় সাহা। ঘটনা খড়দহের মুড়াগাছার। বিজেপি প্রার্থীর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে বেশ কয়েকজন জাল ভোটার জড়ো হয়েছিলেন। খবর পেয়েই সেখানে যান তিনি। গাড়ি থেকে নেমেই এক জাল ভোটরকে তিনি ধরে ফেলেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয় খড়দহে। পরে অভইযুক্ত ‘জাল’ ভোটার দাবি করেন আক্রোশ মেটাতেই ইচ্ছাকৃত তাঁর উপর হামংলা করেছেন বিজেপি প্রার্থী জয় সাহা। ‘জাল’ ভোটারের অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশনও।
শান্তিপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চরম আতঙ্কে ছিল এজেন্টের পরিবার। ভয়ে ছেলেকে তালাবন্দি করে রাখেন ওই এজেন্টের মা। ভোটের আগে শুক্রবার রাতে তৃণমূল কর্মীরা তাঁর বাড়িতে এসে হুমকি দিয়েছে বলে দাবি বিজেপি এজেন্টের। যদিও তৃণমূল এই অভিযোগ নস্যাৎ করেছে।
উত্তেজনা ছিল দিনহাটার বিভিন্ন বুথেও। ১৯-য়ের লোকসভায় উত্তরবঙ্গে ভালো ফল করছে বিজেপি। বিধানসভাতেও সেই রেশ বজায় ছিল। দিনহাটা থেকে জিতেছিলেন বিজেপির সাংসদ প্রার্থী নিশীথ প্রামাণিক। উপনির্বাচনে গড় ধরে রাখারা লড়াই গেরুয়া বাহিনীর। কিন্তু, খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বুথেই পোলিং এজেন্ট দিতে পারলো না বিজেপি। এ জন্য অবশ্য তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করেছেন নিশীথ প্রামানিক। ‘ভিত্তিহীন’ অভিযোগ বলে পাল্টা দাবি দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। কেন্দ্রীয় মন্ত্রী ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তাঁর।
গোসাবাতেও দলীয় প্রতীক লাগানো উত্তরীয় নিয়ে বুথে প্রবেশ করায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি।
এই ধরণের কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যের চার কেন্দ্রের ভোট হয়েছে মসৃণভাবেই। উপনির্বাচনের ফলাফল ২ নভেম্বর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দিনহাটায় ফের উত্তেজনা। বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে উঠল 'জয় বাংলা' স্লোগান। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস।
বিকেল ৫টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ৬৯.৯৭ শতাংশ। শান্তিপুরে ভোটদানের হার ৭৬.১৪ শতাংশ। খড়দহে ভোট পড়েছে ৬৩.৯০ শতাংশ। ৭৫.০৭.৯১ শতাংশ ভোট পড়েছে গোসাবায়।
১৯-য়ের লোকসভায় উত্তরবঙ্গে ভালো ফল করছে বিজেপি। বিধানসভাতেও সেই রেশ বজায় ছিল। দিনহাটা থেকে জিতেছিলেন বিজেপির সাংসদ প্রার্থী নিশীথ প্রামাণিক। উপনির্বাচনে গড় ধরে রাখারা লড়াই গেরুয়া বাহিনীর। কিন্তু, খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বুথেই পোলিং এজেন্ট দিতে পারলো না বিজেপি। এ জন্য অবশ্য তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করেছেন নিশীথ প্রামানিক। ‘ভিত্তিহীন’ অভিযোগ বলে পাল্টা দাবি দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। কেন্দ্রীয় মন্ত্রী ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তাঁর। পড়ুন বিস্তারিত
দুপুর ৩ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ৬১.৫২ শতাংশ। শান্তিপুরে ভোটদানের হার ৬৪.১৮ শতাংশ। খড়দহে ভোট পড়েছে ৫২.৩৭ শতাংশ। ৬৬.০৭.১৯ শতাংশ ভোট পড়েছে গোসাবায়।
জাল ভোটার ঘিরে দুপুর থেকেই খড়দহে উত্তেজনা। বিজেপি প্রার্থীর নিশানায় শাসক দল তৃণমূল। অভিযুক্তদের অনেকে চম্পট দিলেও একজন ধরে ফেলেন বিজেপি প্রার্থী জয় সাহা। তবে, ধস্তাধস্তি শেষে সেও পালিয়ে যায়। পরে অভিযুক্ত তাপস মজুমদার জয় সাহার বিরুদ্ধে পাল্টা মারধর, ছিনতাইয়ের অভিযোগ করেছেন। দাবি করেছেন, আগে বিজেপি করলেও এক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। সেই ‘আক্রোশে’ই তাঁর উপর ‘ভুয়ো’ ভোটারের দায় চাপিয়ে হামলা করেছেন খড়দহের বিজেপি প্রার্থী। এমনকী নিজেকে ওই ভোটগ্রহণ কেন্দ্রের বৈধ ভোটার হিসাবেও দাবি করেছেন তাপস মজুমদার। পড়ুন বিস্তারিত
দুপুর ১ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ৪৭.৮৩ শতাংশ। শান্তিপুরে ভোটদানের হার ৪৮.০২ শতাংশ। খড়দহে ভোট পড়েছে ৩৬.৭ শতাংশ। ৫২.১৯ শতাংশ ভোট পড়েছে গোসাবায়।
খড়দহে উত্তেজনা। জাল ভোটারের অভিযোগ বিজেপির। নিশানায় তৃণমূল। এদিকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। পার্টি অফিসে বসে ডাবের জল পান করছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

ছবি- পার্থ পাল
জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করলেন বিজেপি প্রার্থী জয় সাহা। ঘটনা খড়দহের মুড়াগাছার। বিজেপি প্রার্থীর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে বেশ কয়েকজন জাল ভোটার জড়ো হয়েছিলেন। খবর পেয়েই সেখানে যান তিনি। গাড়ি থেকে নেমেই এক জাল ভোটরকে তিনি ধরে ফেলেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয় খড়দহে।
সকাল ১১ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ২৮.৭৩ শতাংশ, শান্তিপুরে ভোটের হার ৩২.৩১ শতাংশ, খড়দহে ভোট পড়ল ২৩.৬০ শতাংশ ও গোসাবায় ভোট পড়েছে ৩৩.৮৭ শতাংশ।
শান্তিপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চরম আতঙ্কে এজেন্টের পরিবার। ভয়ে ছেলেকে তালাবন্দি করে রাখেন ওই এজেন্টের মা। রাতে তৃণমূল কর্মীরা তাঁর বাড়িতে এসে হুমকি দিয়েছে বলে দাবি বিজেপি এজেন্টের। খবর পেয়ে এ দিন সকালে বিজেপি প্রার্থী গিয়ে ওই পোলিং এজেন্টকে মুক্ত করেন। যদিও তৃণমূল এই অভিযোগ নস্যাৎ করেছে।
শান্তিপুরের উত্তর বুনিয়াদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ।

ছবি- পার্থ পাল

ছবি- পার্থ পাল
খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহাকে ‘গো ব্যাক’ স্লোগানের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। দিনহাটাতেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। এই ঘটনারও রিপোর্ট তলব করেছে কমিশন।
করোনা টিকার দুটি ডোজ ছাড়া ভোট দেওয়া যাবে না। ৫৩ জন ভোটারকে বুথমুখী না হতে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে প্রতিবাদ করায় ভোটদানের অনুমতি দেয় কেন্দ্রীয় বাহিনী। তবে, ততক্ষণে এই ভোটাররা বাড়িফিরে গিয়েছিলেন। এমনটাই দাবি ফড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের। কেন্দ্রীয় বাহিনীর এই ধরণের এক্তিয়ান নেই বলে দাবি তৃণমূল প্রার্থীর।
সকাল ৯টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ। শান্তিপুরে ভোটদানের হার ১৫.৪ শতাংশ। খড়দহে ১১.৪ শতাংশ এবং গোসাবায় ভোট দানের হার ১০.৩৭ শতাংশ।
দিনহাটায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। দিনহাটা হাইস্কুলে ভোট দিতে গিয়েছিলে বিজেপি প্রার্থী। সেই সময় তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা হয়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।
খড়দহে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তেজনা বিলকিন্দার যুগবেড়িয়া এলাকায়। অভিযোগ, বিজেপি প্রার্থীর গাড়ির সামনে দলীয় প্রতীক লাগানো ছিল। যা আদতে নির্বাচনী বিধিভঙ্গ। এরপরই জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা। পাল্টা বিজেপি প্রার্থী জয় সাহাও শাসক দলের বিরুদ্ধে ভোটার দের ভীতি প্রদর্শন ও উতেতজনা ছড়ানোর অভিযোগ তোলেন।
গোসাবা কেন্দ্রের চণ্ডীর মোড় ভোটের আগের রাতে এলাকায় লিফলেট বিলির অভিযোগ বিজেপি প্রার্থী পলাশ রানার বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। পাল্টা, বিজেপি প্রার্থীও শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছে।
তৃণমূলের দুর্গ দক্ষিণ ২৪ পরগনা। গোসাবায় একুশের ভোট ২৩,৭০৯ ভোটে বিজয়ী হয়েছিলেন দিয়েছিলেন জোড়া-ফুলের জয়ন্ত নস্কর। কিন্তু তাঁর প্রয়াণে ফের উপনির্বাচন হচ্ছে গোসাবায়।
২৮,১৪০ ভোটের ব্যবধানে খড়দহে জিতেছিলেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু, তাঁর অকাল প্রয়াণে ফের ভোট হচ্ছে এই কেন্দ্রে। এবার এই কেন্দ্রে তৃণমূলের বাজি বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্ের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনের লড়াই চতুর্মুখী। বাম কংগ্রেস এবার পৃথকভাবে লড়াই করছে। কয়েক মাস আগে তৃণমূলের অজয় দে'কে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন বিজেপির আরেক সাংসদ প্রার্থী জগন্নাথ সরকার। এবার কী হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
হাড্ডাহাড্ডি লড়াই কোচবিহারের দিনহাটায়। একুশের ভোটে তৃণমূলের উদয় গুহকে মাত্র ৫৭ ভোটে হারিয়েছিলেন বিজেপির সাংমদ প্রার্থী নিশীথ প্রামাণিক। কিন্তু গত কয়েক মাসে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। ফলে গড় ধরে রাখাই এখন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের।
দিনহাটা, শান্তিপুর, চাকদহ, গোসাবায় উপনির্বাচন শুরু। সকাল থেকেই বুথের সামনে উথসাহী ভোটারদের লম্বা লাইন।