অমিত শাহের হেলিকপ্টার মালদা বিমানবন্দরে নামতে পারবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিল না মমতা সরকার। সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। সরকারের বক্তব্য মালদা বিমানবন্দরে কাজ চলছে, ফলে সেখানে রপ্টার নামার অনুমতি দেওয়া যাবে না। এ ব্যাপারে অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল রাজ্য বিজেপি। মঙ্গলবার মালদায় অমিত শাহের সভার আয়োজন করা হয়েছে। সরকার জানিয়েছে, হোটেল গোল্ডেন পার্কের উল্টোদিকের মাঠে কপ্টার নামতে পারে।
এ ব্যাপারে রাজ্য সরকারকে দেওয়া বিজেপি-র চিঠির জবাবে মালদার অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, ”মালদা এয়ারপোর্টে আপগ্রেডেশনের কাজ চলছে। সেখানে বালি ও অন্যান্য সামগ্রী ফেলা রয়েছে। হেলিকপ্টারের নিরাপদ অবতরণের জন্যযথাযথ অবস্থায় নেই বিমানবন্দর। অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।”
তবে এ জবাবে খুশি নয় বিজেপি। বিজেপি সাধারণ সম্পাদক এ নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। ”মালদা বিমানবন্দরে প্রতি বুধবার রাজ্য সরকারের বিমান অবতরণ করে। যদি মালদা বিমানবন্দর নিরাপদ অবতরণের জন্য যথাযথ না হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের হেলিকপ্টারকে অনুমতি দেওয়া হচ্ছে কী করে?” ১৮ জানুয়ারি একটি চিঠিতে এ কথা জানতে চেয়েছেন তিনি।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি বলেছেন, “ওই হেলিপ্যাডে কয়েকদিন আগেই মমতার কপ্টার নেমেছিল। কয়োকজন সাংবাদিকও সেখানে ছিলেন। ওই হেলিপ্যাড যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তার ছবিও আমার কাছে রয়েছে। অমিত শাহকে অনুমতি না দিয়ে উনি ক্ষমতার অপব্যবহার করলেন।“
অভিযোগের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকদের বলেন, ”অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু নিরাপত্তার প্রশ্ন সামনে চলে আসে। পুলিশ বলেছে কপ্টার অন্য জায়গায় নামা উচিত। আমি পুলিশের অনুরোধে আমার কপ্টার অন্যজায়গাতেই নামিয়েছিলাম। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই সভার অনুমতি দিয়েছি। বিজেপি তথ্যবিকৃত করে মানুষকে ভুল বোঝাচ্ছে।”