Advertisment

বাবার হাত ধরেই পদ্ম শিবিরে শুভ্রাংশু?

ভোটের ফলাফল প্রকাশের দিন উত্তরপ্রদেশের মুলায়ম-অখিলেশ যাদবের প্রসঙ্গ এনে মুকুল রায় বলেন, "শুভ্রাংশু আমাকে অস্বীকার করে নি।"

author-image
IE Bangla Web Desk
New Update
বিজেপিতে কি আসতে চলেছে শুভ্রাংশু?

বিজেপিতে কি আসতে চলেছে শুভ্রাংশু?

তাঁর কেন্দ্রে তিনি জেতাতে পারেন নি দলকে, এদিকে তাঁকে নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তির আগুন তৃণমূলের অন্দরে। ভোটের ফলাফল সামনে আসতেই সেই আগুনে ঘি ঢেলেছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় স্বয়ং। তারপরেই জল্পনা উঠেছিল, তবে কি বাবার হাত ধরে শুভ্রাংশুর পদ্ম শিবিরে আসা স্রেফ সময়ের অপেক্ষা? শুভ্রাংশু রায়ের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? সেসব প্রশ্নের উত্তর দিলেন মুকুল রায়। তাঁর কথায়, "ও এখন সাসপেন্ড ওর নিজের দল থেকে। এখন ও মুক্ত বিহঙ্গ। অবশ্যই এক দুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে। আমি এখন কলকাতা ফিরছি, ওর সাথে কথা বলব, কথা বলে তারপর বলতে পারব।" বিজেপিতেই কি যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরে মুকুলের ঝটিতি জবাব, "বিজেপিতে যোগদান করতে পারে।"

Advertisment

আরও পড়ুন: যে তৃণমূল তৈরি করেছিল, সেই দলকে তছনছ করে দিল: শুভ্রাংশু

প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক করে মুকুল-পুত্র বলেন, "আমার কাছে সব দলের দরজা খোলা রয়েছে। নতুন ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে। হয় বসে যেতে পারি, বা অন্য দলও হতে পারে।" এতেই শেষ নয়, শুভ্রাংশু এও বলেন, "যদি তৃণমূল বর্জন করে, তবে কোনও না কোনও দলে তো যেতে হবেই।" প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন 'গদ্দারের ছেলে' শুভ্রাংশু। তবে ছেলের এই বক্তব্যর কোনও রকম বিরোধিতা না করে, ভোটের ফলের দিন উত্তরপ্রদেশের মুলায়ম-অখিলেশের প্রসঙ্গ এনে মুকুল রায় বলেন, "শুভ্রাংশু আমাকে অস্বীকার করে নি।" তবে বিজেপিতে আসতে কোনও বাধা থাকছে কি না, সে বিষয়ে মুকুল বলেন, "এটা আমার ব্যাপার না। এই সিদ্ধান্ত নেবে শুভ্রাংশু এবং ভারতীয় জনতা পার্টি।"

একদা মমতা বন্দোপাধ্যায়ের ছায়াসঙ্গী মুকুলের গলায় এদিন ছিল ছেলের প্রতি সমর্থনের সুর। শুভ্রাংশু নিজের দলের হার স্বীকার করে নিয়ে বাবার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, "গর্ব বোধ করি বাবাকে নিয়ে। অনেকে বলেছিলেন, লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবেন। যে (মুকুল) দল তৈরি করেছিল, সেই দলকে তছনছ করে দিল। কাঁচড়াপাড়ার সেই কাঁচা ছেলেই তাঁর কাঁচা মাথা দিয়ে চাণক্যের বুদ্ধিতে সারা বাংলা চষে বেড়ালেন।"

উল্লেখ্য, বঙ্গে এবার গেরুয়া ঝড়ের অন্যতম কাণ্ডারী মমতার একসময়ের প্রধান সেনাপতি মুকুল রায়। এই মুকুলের হাত ধরেই তৃণমূলের বহু সাংসদ বিজেপিতে নাম লিখিয়েছেন। স্বয়ং নরেন্দ্র মোদীও ভোটপ্রচারে এসে বলে গিয়েছেন, মমতার ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কি ভোটের ফল মেটার পরই সেই দলবদলের কাজ শুরু করে দিলেন মুকুলরা? শুভ্রাংশু কি এই চল্লিশের মধ্যে একজন? উত্তর দেবে আগামী।

bjp mukul roy General Election 2019
Advertisment