Advertisment

আজ ভাটপাড়া পরিদর্শনে তৃণমূলের পরিষদীয় দল, নেতৃত্বে সুব্রত

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পর থেকেই লাগাতার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া এলাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
bhatpara violence

লোকসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তাল ভাটপাড়া

লোকসভা নির্বাচন পরবর্তী লাগাতার সন্ত্রাসের প্রেক্ষিতে আজ, শুক্রবার ভাটপাড়ায় যাচ্ছে তৃণমূলের একটি পরিষদীয় দল। তৃণমূল সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই পরিষদীয় দলে থাকবেন ফিরহাদ হাকিম, তাপস রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসুরা। দুপুর নাগাদ বিধানসভা থেকে একযোগে ভাটপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তৃণমূল বিধায়কেরা। সুব্রত জানান, দুপুর তিনটে নাগাদ তাঁরা ভাটপাড়ায় পৌঁছবেন। তারপর উপদ্রুত এলাকাগুলি পরিদর্শন করবেন।

Advertisment

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পর থেকেই লাগাতার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া এলাকা। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে ব্যারাকপুর লোকসভায় দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সংসদে গিয়েছেন অর্জুন সিং। তাঁর ছেড়ে আসা ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে মদন মিত্রকে হারিয়ে ছেলে পবনকে জিতিয়ে এনেছেন অর্জুন। এরপর থেকেই দফায় দফায় সংঘর্ষে দিনের পর দিন উত্তাল হয়ে রয়েছে ওই শিল্পাঞ্চল। দুই পক্ষের একাধিক রাজনৈতিক কর্মীর প্রাণ গিয়েছে। বোমাবাজির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষও। গোলমালের জেরে একটানা কয়েকদিন ওই এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবাও।

আরও পড়ুন: ‘ভাটপাড়ায় ফিরুক শান্তি’, পথে নামলেন বুদ্ধিজীবীরা

সুব্রত বলেন, "ওই এলাকায় বিজেপি পরিকল্পিতভাবে গোলমাল জিইয়ে রাখতে চাইছে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। আমরা ফিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেব।" প্রসঙ্গত, ওই এলাকাতেই কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' স্লোগান দেন একদল বিজেপি কর্মী। সেই স্লোগান শুনে উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা।

তৃণমূল নেতাদের সফর প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুনের কটাক্ষ, "ওঁদের সরকারের পুলিশ বিজেপি কর্মীদের বুকে গুলি চালাচ্ছে। 'জয় শ্রীরাম' স্লোগান দিলে মার খেতে হচ্ছে। তৃণমুূলের দুষ্কৃতীরা প্রতিদিন বোমাবাজি করছে। এই অবস্থায় সুব্রতবাবুরা অশান্তি বাড়াতেই আসছেন।"

bjp Arjun Singh All India Trinamool Congress
Advertisment