Advertisment

West Bengal Panchayat Elections Repoll : ভোট শুরুতে বিলম্ব, বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

West Bengal Panchayat elections: ভোটের দিন রাজ্যজুড়ে হিংসার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশন আজ বুধবার ৬০০-র ও বেশী পোলিং বুথে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নেন। এরাজ্যে ভোটের গননার দিন ধার্য হয়েছে আগামী ১৭ মে।

author-image
IE Bangla Web Desk
New Update
panchayat vote

দক্ষিণ ২৪ পরগনায় একটি বুথের সামনে মহিলা ভোটারদের লাইন। সোমবারের ছবি - পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে হিংসার কারণে রাজ্য নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী আজ বুধবার ১৯-টি জেলার প্রায় ৬০০-র ও বেশী বুথে  পুনর্নিবাচন শুরু হয়ে গেছে। বিপক্ষের অভিযোগের পর ভোট পরবর্তী একটি সমীক্ষার পর রাজ্য নির্বাচন কমিশন আজ ফের কড়া নিরাপত্তায় ভোটগ্রহনের সিদ্ধান্ত নেন। পঞ্চায়েত ভোটের গণনার দিন নির্ধারিত হয়েছে আগামী ১৭ মে।

Advertisment

রাজ্য নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি আজ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, " আজ সকাল সাতটা থেকে পাঁচটা অবধি পুনর্নিবাচন হচ্ছে। গননা শুরু হবে ১৭ মে।" তিনি আরও বলেন এই বুথগুলিতে রিগিং, ব্যালট বাক্স ছিনতাই এবং ছাপ্পা ভোটের অভিযোগের পরই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। "দ্বিতীয় পর্যায়ের ভোটে ভোটারদের পর্যাপ্ত সুরক্ষা দেবার জন্য জেলা আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

West Bengal Panchayat elections: Re-polling begins amid tight security at 568 booths, follow LIVE updates in ENGLISH

3.00 PM-

2.56 PM-

2.54 PM- উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে উত্তেজনা

1.55 PM- উত্তর দিনাজপুরে পুলিশের লাঠিচার্জ

1.49 PM-

1.44 PM- মালদহের রতুয়ায় উত্তেজনা

এদিন রাজ্যে পঞ্চায়েতের পুননির্বাচনেও বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ায়। আগামিকাল সকাল থেকে শুরু ভোটগণনা।

panchayat election
Advertisment