Advertisment

সিবিআই বিতর্কের ঢেউ কলকাতায়, অলোক ভার্মার অপসারণের বিরুদ্ধে নিজাম প্যালেসে কংগ্রেসের বিক্ষোভ

বৃহস্পতিবার বেলা ১টা ৪৫মিনিট থেকে ৩টে ৩০মিনিট পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার নিজাম প্যালেসে কংগ্রেসের বিক্ষোভ।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর ডিরেক্টর পদ থেকে অলোক ভর্মার অপসারণ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, এমনটাই দাবি করে বৃহস্পতিবার কলকাতায় সিবিআই-এর সদর দফতর নিজাম প্যালেসে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের দাবি, ভার্মা রাফাল চুক্তির তদন্তে হাত দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে আনতে চাইছিলেন বলেই মোদী সরকার তাঁকে সরিয়ে দিল। এদিন বেলা ১টা ৪৫মিনিট থেকে ৩টে ৩০মিনিট পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা।

Advertisment

বৃহস্পতিবার কংগ্রেসের এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা আবদুল মান্নান, সর্দার আমজাদ আলি, শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, পঙ্কজ পাঠক প্রমুখ। বিধান ভবন সূত্রে খবর, এ দিনের বিক্ষোভ অংশ নিয়েছিলেন প্রায় হাজার খানেক কংগ্রেস কর্মী।

আরও পড়ুন- সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতেই সরানো হয়েছে অলোক ভার্মাকে: জেটলি

publive-image বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন সোমেন মিত্র ও আবদুল মান্নান।

জানা যাচ্ছে, বুধবারই এআইসিসি (কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি)-র তরফে প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটিতে নির্দেশ পাঠানো হয়। সেখানে বলা হয়, বৃহস্পতিবার প্রতিটি রাজ্যে সিবিআই-এর সদর দফতরে অলোক ভার্মার অপসারণকে ইস্যু করে বিক্ষোভ দেখাতে হবে। ফলে, হাই-কম্যান্ডের নির্দেশ মেনেই এদিনের এই বিক্ষোভ।

আরও পড়ুন- সিবিআই প্রধান অলোক ভার্মার অপসারণের ‘কারণ’ প্রকাশ করলেন রাহুল গান্ধী!

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই নির্বাচনমুখী রাজস্থানে প্রচারের সময় এক জনসভায় অলোক ভার্মাকে অপসারণের বিষয়ে 'চৌকিদার' মোদীকে কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধী। রাহুলের সরাসরি অভিযোগ, 'বন্ধু' অনিল আম্বানির বাজে ঋণ শোধ করবেন বলেই হ্যালের হাত থেকে রাফাল চুক্তি কেড়ে নেন মোদী। বৃহস্পতিবারও, এই একই ইস্যুতে সাংবাদিক সম্মেলন ডেকে মোদী সরকারকে তুলোধনা করেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, মোদী ভার্মাকে সরিয়ে 'বেআইনি' কাজ করেছেন।

CONGRESS cbi
Advertisment