কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে সরে দাঁড়াল পশ্চিমবঙ্গ। হত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে দেশের ১০.৭৪ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক স্বাস্থ্য বিমার আওতায় আসবেন।
সংবাদ সংস্থা এএনআই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, আমার রাজ্য আয়ুষ্মান প্রকল্পে ৪০ শতাংশ অবদান দিতে পারবে না। প্রকল্প চালাতে হলে পুরো খরচ কেন্দ্রকেই দিতে হবে।
আরও পড়ুন, মেয়রের সঙ্গে টক্করে ভোট কমল বিজেপির
গুরুত্বপূর্ণ হল, গত বছর আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিহার, ছত্তিসগড় এবং পশ্চিমবঙ্গ। নভেম্বরের শেষ অবধি কেন্দ্র এ প্রকল্পে মোট খরচ করেছে ৭৯৮.৩৪ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের ভাগে পড়েছিল ১৯৩.৩৪ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আগেই এ তথ্য দিয়েছিলেন। এই খরচের মধ্যে প্রশাসনিক খরচ ছিল ১৬.৭৮ কোটি টাকা।
এ প্রকল্পের ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল তৃণমূল সরকার। তবে এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে শেষপর্যন্ত মৌ স্বাক্ষর করে তারা।
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত। যে প্রকল্পে সরকার ৪০ লক্ষ পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য খরচ পেয়ে থাকে এবং চিকিৎসার মোট খরচের ৪০ শতাংশ বহন করে সরকার।
এ ছাড়া রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় ৬৩ লক্ষ মানুষ ৩০ হাজার টাকা পর্যন্ত বিমাভুক্ত।
Read the Full Story in English