তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের রামনগর। এদিন কাঁথিতে তৃণমূলের সভার আগে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্য়ে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য়, ক’দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কাঁথির ভূমিপূত্র শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দলবদলের পরই আজ কাঁথিতে সভা করে তৃণমূল। সেই সভার মুখে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর রোডে তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে বিজেপি কর্মীদের মিছিল যাওয়ার সময়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ও বিজেপি।
আরও পড়ুন: তৃণমূলের উপসর্গ এবার বিজেপিতে, গেরুয়া শিবিরে চরম বিড়ম্বনা
বিজেপির অভিযোগ, তাদের দলীয় কর্মীদের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়েছেন তৃণমূল কর্মীরা। এ অভিযোগ নাকচ করে তৃণমূলের পাল্টা দাবি, দলের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি। দলের কর্মীদের মারধর করেছে বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক শিবির।
অন্য়দিক, এদিন শুভেন্দু-গড়ে গিয়ে একুশের মহারণের আগে কাঁথিতে রীতিমতো শক্তি প্রদর্শন করল জোড়াফুল শিবির। তৃণমূলের সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সৌগত রায়, ফিরহাদ হাকিমরা। শিশির অধিকারী বাবা বলেই রাজনীতিতে শুভেন্দুর উত্থান বলে আক্রমণ করেছেন ফিরহাদ। অন্য়দিকে, শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন