বাংলার বৃহত্তম উৎসব দুর্গাপুজোকে নিজেদের কাজে লাগাতে মরিয়া বিজেপি। এ ব্যাপারে সব সম্ভাব্য পদ্ধতির আশ্রয় নিচ্ছে দল। ঠিক করা হয়েছে, গোটা রাজ্যে অন্তত ৩ হাজার বইয়ের স্টল তৈরি করা হবে। বিভিন্ন প্যান্ডেলে প্রদর্শিত বইগুলিতে থাকবে বিজেপির মতাদর্শ সম্পর্কিত বিভিন্ন লেখা।
শুধু গেরুয়া মতাদর্শের ওপরেই অবশ্য ভরসা রাখছে না রাজ্য বিজেপি। সঙ্গে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর কাজ সম্পর্কিত পুস্তকও। স্টলগুলিতে রাখা হবে জনসংঘের আইকন দীন দয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত বইও।
আরও পড়ুন, আমার পুজো: সুব্রত মুখোপাধ্যায়
এছাড়া বিতর্কিত এনআরসি এবং নাগরিকত্ব (সংশোধন) বিল নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য পুস্তিকাও রাখা হবে স্টলগুলিতে।
সংবাদসংস্থা পিটিআইকে বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, ‘‘এবছর সারা রাজ্য থেকে আমাদের কাছে ৩০০০ বইয়ের স্টল তৈরির ফরমায়েশ এসেছে। আমরা আশা করছি বিভিন্ন পুজো মণ্ডপের বাইরে বেশ কিছু স্টল আমরা তৈরি করে উঠতে পারব।’’
আরও পড়ুন, শহরের প্রাচীনতম দুর্গাপুজো মলিন, হেলদোল নেই শিলিগুড়ির
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এ রাজ্যে সংগঠনের ইতিহাসে দুর্গাপুজোয় এত বেশি সংখ্যক স্টল তৈরির উদাহরণ নেই।
দিলীপ ঘোষ বলেছেন, ‘‘আগে আমাদের পার্টি এত শক্তিশালী ছিল না যে পুজো প্যান্ডেলে স্টল দেওয়া যেতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে এবং আরও বেশি বেশি করে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন।’’
বিজেপির অভিপ্রায়, আসামের এন আর সি উত্তরপূর্বের এই রাজ্যটির অগ্রগতির পক্ষে কতটা জরুরি সে নিয়ে প্রচার করা।