/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ie-Lok-sabha-1600-5.jpg)
বুধবার ১৩ ডিসেম্বর, ২০২৩, নয়াদিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন পাবলিক গ্যালারি থেকে একজন দর্শক লোকসভার চেম্বারে লাফ দিচ্ছেন। (পিটিআই ছবি)
জঙ্গি হামলার ২২তম বার্ষিকীতে ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান সংসদে নিরাপত্তার লঙ্ঘন ঘটল। দর্শক সেজে হাজির হওয়া দুই ব্যক্তি নিরাপত্তা ভেঙে সংসদকে সন্ত্রস্ত করে তুললেন। ওই দুই ব্যক্তি বিজেপির মাইসুরু-কোদাগুর সাংসদ প্রতাপ সিমহার অনুরোধে দর্শকাসনে বসার পাস পেয়েছিলেন।
দর্শক প্রবেশ নিষিদ্ধ
কিন্তু, বুধবার যা ঘটেছে, তাতে সংসদে দর্শকদের প্রবেশ স্থগিত করা হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, দর্শক গ্যালারিতে নিরাপত্তা কর্মীদের বাধ্যতামূলকভাবে কঠোর নজরদারির প্রয়োজন ছিল। অনেকে আবার সাংসদ প্রতাপ সিমহার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কার্ড ইস্যুর বিধি
সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত থাকার জন্য কার্ড সাধারণত কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজড পাস ইস্যু সেল (সিপিআইসি) বিতরণ করে। যে তারিখের জন্য, তার ১৬০০ ঘণ্টার মধ্যে ইস্যু করা হয় পাস। ভিজিটরস কার্ড সাধারণত নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য একজনের নামেই ইস্যু হয়। ব্যতিক্রমও অবশ্য আছে। একটি কার্ড সাধারণত এক ঘণ্টার জন্য জারি করা হয়। এই কার্ডগুলি হস্তান্তরযোগ্য নয়।
সেন্ট্রালাইজড পাস ইস্যুর শর্তাবলি
(১) একটি নির্দিষ্ট দিনের জন্য একজন সাংসদকে চারটির বেশি 'সেই-ডে' ভিজিটর কার্ড ইস্যু করা হয় না। (২) কার্ডটি সাংসদকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে হয়। (iii) কার্ডটি কোন নির্দিষ্ট সময়ের জন্য বৈধ, তা কার্ডেই উল্লেখ থাকে। (iv) কার্ডগুলো হাতে পাওয়ার অন্তত দুই ঘণ্টা পরে তা ব্যবহার করা যায়।
আলাদা গ্যালারি
লোকসভায় দুই ধরনের গ্যালারি আছে- পাবলিক এবং স্পিকারের গ্যালারি। একজন সাংসদ পাবলিক গ্যালারিতে প্রতিদিন চার জনকে বসার সুযোগ দিতে পারেন। আর, তিনি স্পিকারের গ্যালারিতে দু'জন দর্শককে প্রবেশ করার সুযোগ দিতে পারেন। স্পিকারের গ্যালারির দর্শকদের নাম স্পিকার যাচাই করেন। লোকসভার মত রাজ্যসভাতেও দর্শকদের প্রবেশের জন্য একইরকম নিয়ম কার্যকর। রাজ্যসভায় গ্যালারিতে প্রবেশের জন্য ভিজিটর কার্ডের আবেদনগুলো নির্দিষ্ট তারিখের আগের কার্যদিবসে বিকাল ৩টের মধ্যে করতে হয়। নোটিশ অফিসে এই আবেদনের জন্য সদস্যরা মুদ্রিত ফর্ম পেয়ে থাকেন।
আরও পড়ুন- কীভাবে জারি হয় সংসদের ভিজিটর পাস? অভিযুক্তরা যাঁর পাসে ঢুকেছিল, কে প্রতাপ সিমহা?
তল্লাশি
নির্দেশিকা অনুসারে, পাবলিক গ্যালারি চেকিং পোস্টে নিযুক্ত সংসদের নিরাপত্তা কর্মীরা নিশ্চিত করবেন যে সমস্ত দর্শকদের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর/হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (DFMD/HHMD)-এর মাধ্যমে অনুসন্ধান করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা বাধ্যতামূলকভাবে সাবধানে ভিজিটর কার্ড পরীক্ষা করবেন। গ্যালারিতে সুপারভাইজার দর্শকদের বসার ব্যবস্থা করে দেবেন। গ্যালারিতে নিযুক্ত নিরাপত্তা কর্মীরা দর্শকদের হেডফোনের ব্যবহার করতে দেবেন। যাতে দর্শকরা, ভিতরের কথাবার্তা স্পষ্ট শুনতে পান। আর, এই সব কারণে অনেকেই প্রশ্ন তুলছেন, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বুধবার ধোঁয়া ছড়ানোর জিনিস নিয়ে ঢুকে পড়ল অভিযুক্তরা।