Advertisment

মোদীর জোট-জঙ্গি কটাক্ষ, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কী বললেন মমতা-রাহুল?

কী চ্যালেঞ্জ বিরোধীদের?

author-image
IE Bangla Web Desk
New Update
what did mamata banerjee rahul gandhi say when Modi compared the oppositions india alliance with a militant group , মোদীর জোট-জঙ্গি কটাক্ষ, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কী বললেন মমতা-রাহুল?

মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী

নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন ও ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম টেনে বিরোধী 'ইন্ডিয়া' জোটকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকেই গর্জে উঠছে বিরোধী জোটের শরিক দলের নেতৃত্বরা। মুখ খুলেছেন খোদ রাহুল গান্ধী। তৃণমূলের তরফেও ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্ররা সোচ্চার। 'ইন্ডিয়া'র তরফ থেকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছে প্রধানমন্ত্রীকে।

Advertisment

আরও পড়ুন- ‘ইন্ডিয়া’কে বেনজির আক্রমণ মোদীর, জোটের সঙ্গে জঙ্গি-তুলনা!

মোদীর নিশানার জবাব টুইটে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, 'আপনি যা খুশি বলে আমাদের ডাকতে পারেন, মিস্টার মোদী। আমরা ভারত। আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব। আমরা তার সমস্ত লোকের জন্য ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব।' শেষে চ্যালেঞ্জ জানিয়েছে লিখেছেন, 'আমরা মণিপুরে ভারতের ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা করব।'

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'আমরা মণিপুরের কথা বলছি, আর প্রধানমন্ত্রী বলছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা।'

মোদীর তুলনামূলক মন্তব্যের প্রতিবাদে মুখর তৃণমূলও। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনে বার্তা ভিডিও তৃণমূলের অফিসিয়ান টুইটারে পোস্ট করা হয়েছে। সেখানে ডেকের বলছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক জোটের তুলনা করে মণিপুর সংকট থেকে জনগণের মনকে ঘুরিয়ে দেওয়ার মরিয়া পদক্ষেপ করেছেন। সংসদের বাইরে কথা না বলে আমরা তাঁকে মণিপুর ইস্যু নিয়ে সংসদ কক্ষে আলোচনা করার চ্যালেঞ্জ জানাই। রাজনীতির চেয়ে মানুষকে প্রাধান্য দিন!'

তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ভিডিও বার্তায় বলেছেন, 'এটা লজ্জাজনক কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী বিরোধীতার ভয়ে এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করেন। I.N.D.I.A মণিপুরের উপর জবাবদিহি এবং উত্তর দাবি করে৷ প্রধানমন্ত্রীকে সংসদে ভাষণ দিতে হবে, পালাবেন না।'

বিরোধী জোট মুখ খুলতেই ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী, বিজেপি। মোদীর মন্তব্য আতঙ্কের বহিঃপ্রকাশ। দাবি বামেদের।

tmc bjp CONGRESS rahul gandhi modi Mahua Moitra Derek O'Brien Mallikarjun Kharge
Advertisment