/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/mamata-modi-rahul.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী
নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন ও ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম টেনে বিরোধী 'ইন্ডিয়া' জোটকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকেই গর্জে উঠছে বিরোধী জোটের শরিক দলের নেতৃত্বরা। মুখ খুলেছেন খোদ রাহুল গান্ধী। তৃণমূলের তরফেও ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্ররা সোচ্চার। 'ইন্ডিয়া'র তরফ থেকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছে প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন-‘ইন্ডিয়া’কে বেনজির আক্রমণ মোদীর, জোটের সঙ্গে জঙ্গি-তুলনা!
মোদীর নিশানার জবাব টুইটে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, 'আপনি যা খুশি বলে আমাদের ডাকতে পারেন, মিস্টার মোদী। আমরা ভারত। আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব। আমরা তার সমস্ত লোকের জন্য ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব।' শেষে চ্যালেঞ্জ জানিয়েছে লিখেছেন, 'আমরা মণিপুরে ভারতের ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা করব।'
Call us whatever you want, Mr. Modi.
We are INDIA.
We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.
We will rebuild the idea of India in Manipur.— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'আমরা মণিপুরের কথা বলছি, আর প্রধানমন্ত্রী বলছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা।'
মোদীর তুলনামূলক মন্তব্যের প্রতিবাদে মুখর তৃণমূলও। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনে বার্তা ভিডিও তৃণমূলের অফিসিয়ান টুইটারে পোস্ট করা হয়েছে। সেখানে ডেকের বলছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক জোটের তুলনা করে মণিপুর সংকট থেকে জনগণের মনকে ঘুরিয়ে দেওয়ার মরিয়া পদক্ষেপ করেছেন। সংসদের বাইরে কথা না বলে আমরা তাঁকে মণিপুর ইস্যু নিয়ে সংসদ কক্ষে আলোচনা করার চ্যালেঞ্জ জানাই। রাজনীতির চেয়ে মানুষকে প্রাধান্য দিন!'
PM @narendramodi's comparison of a political alliance to a terrorist group is a desperate move to divert public mind from the Manipur crisis.
Instead of talking outside the Parliament, we challenge him to discuss the Manipur issue in the house.
Prioritize people over politics!… pic.twitter.com/65w20IlsOe— All India Trinamool Congress (@AITCofficial) July 25, 2023
তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ভিডিও বার্তায় বলেছেন, 'এটা লজ্জাজনক কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী বিরোধীতার ভয়ে এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করেন। I.N.D.I.A মণিপুরের উপর জবাবদিহি এবং উত্তর দাবি করে৷ প্রধানমন্ত্রীকে সংসদে ভাষণ দিতে হবে, পালাবেন না।'
It is disgraceful how PM @narendramodi in an attempt to stash his fear of a strong opposition compared it to a terrorist group.
I.N.D.I.A demands accountability and answers on Manipur. The Prime Minister must address the Parliament and not run away from it.#INDIAforMANIPURpic.twitter.com/rZQEu1TroP— All India Trinamool Congress (@AITCofficial) July 25, 2023
বিরোধী জোট মুখ খুলতেই ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী, বিজেপি। মোদীর মন্তব্য আতঙ্কের বহিঃপ্রকাশ। দাবি বামেদের।