Advertisment

Abhishek Banerjee: 'এই তৃণমূল আগের থেকে আলাদা', কারণ বাতলালেন অভিষেক

Abhishek Banerjee on TMC: 'বিধায়ক বাড়াতে নয়, এবার যদি ভিন রাজ্যে যাই, সেই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার লক্ষ্য নিয়েই যাব।'

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee to face ED investigators on Monday? his delhi visit increased high speculation

কয়লা পাচারকাণ্ডে অভিষেক ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

Abhishek Banerjee on TMC: একুশের ভোটে বড় সাফল্য। তারপরই সংগঠনে ব্যাপক রদবদল। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যেয়কে মনোমনয়ের সঙ্গেই দলের অন্যান্য শাখাতেই যুবদের প্রাধ্যান্য দেওয়া হয়েছে। অভিজ্ঞরা থাকলেও তৃণমূলের সংগঠন পরিচালনায় কার্যত নতুন দল গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই দল আগের থেকে সম্পূর্ণ আলাদা বলে সোমবার সাংবাদিক বৈঠকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন আলাদা? তাও বাতলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisment

রাজ্যে দল শক্তিশালী। কিন্তু, সর্বভারতীস্তরে দলকে পোক্ত করতে- পরিকল্পনা থেকে তার বাস্তবায়ণে নতুন দল ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, 'আগের তৃণমূলের সঙ্গে এই তৃণমূলকে গুলিয়ে ফেললে হবে না। কোন পথে কিভাবে দল এগোবে এক মাসের মধ্যে তার কংক্রিট প্ল্যান জানাব।' অর্থাৎ, আগের নেতাদের থেকে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যকেই বোঝাতে চাইলেন অভিষেক।

আরও পড়ুন- ‘কুৎসা নয় বিরোধী দলনেতার মতো আচরণ করুন’, শুভেন্দুকে বার্তা অভিষেকের

এর আগেও হিন্দি বলয় হোক বা উত্তর পূর্ব ভারত, বাংলার বাইরে পা রাখতে চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু তা তেমন সফল হয়নি। এমনকি ভারপ্রাপ্ত নেতারাও অন্য দলে নাম লিখিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাংলা জয়ের হ্য়াটট্রিক সম্পন্ন। এই সাফল্যই সর্বভারতীয়স্তরে মোদী বিরোধী মুখ হিসাবে গুরুত্ব বেড়েছে তৃণমূল নেত্রীর। ২০২৪-কে নজরে রেখে বিজেপি বিরোধী শিবির থেকেই মমতার গ্রহণযোগ্যতা স্বীকার করা হয়েছে। তৃণমূলের কার্যসমিতির বৈঠকেও স্থির হয়েছে বাংলার বাইরেও এবার বিভিন্ন রাজ্যে সংগঠন গড়বে জোড়া-ফুল শিবির। তৃণমূল লড়বে ভিন রাজ্যেও।

আরও পড়ুন- Saayoni Ghosh: ‘২০২৪-এ বড় খেলা হবে’, কাজ নেমেই ‘হুঁশিয়ারি’ সায়নীর

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও তার প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে। শুধু ভোটে লড়া, কয়েকটি বিধায়কের জয়ই নয়, নিরঙ্কুভাবে জিতে অন্য রাজ্য জয়কেও এখন থেকে পাখির চোখ করছেন জোড়া-ফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এপ্রসঙ্গে তিনি বলেছেন, 'যদি কোনও রাজ্যে ভোট লড়তে যাই তবে, একটি দু'টি আসনের জন্য লড়তে যাব না। ভোটের ভাগ বাড়াতেও যাব না। আগের তৃণমূলের থেকে এই তৃণমূল আলাদা। এবার যদি ভিন রাজ্যে যাই, সেই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার লক্ষ্য নিয়েই যাব।'

তৃণমূলকে আঞ্চলিক দল বলে প্রায়ই কটাক্ষ করে বিজেপি। ২০২৪-এ মোদীকে হারিয়ে মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকেও উপহাস করেছে গেরুয়া শিবির। এই ইস্যুতে, অভিষেকের প্রশ্ন, 'বিজেপি তো বলে বাংলার বাইরে তৃণমূল নেই, তবে এত ভয় কিসের?'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment